অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার পথে এমনই বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন মহাকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা। মতিধর এলাকার কাছে রাতের নিস্তব্ধতায় আচমকাই তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।

গাড়ির হেডলাইটে ধরা পড়তেই থমকে যায় সমস্ত গাড়ি। আতঙ্কে প্রথমে হতভম্ব হয়ে পড়েছিলেন সহকারী সভাধিপতি ও তাঁর সঙ্গীরা। তবে দ্রুত পরিস্থিতি সামলে গাড়ি স্থির রাখেন তাঁরা। সেই সময়ই রোমা রেশমি এক্কা মোবাইলে ভিডিও করেন মুহূর্তটি। ভিডিওতে দেখা যায়—চিতাবাঘ কিছুক্ষণ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে চা বাগানের অন্ধকারে মিলিয়ে যায়।

ভিডিওটি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। ঘটনার বর্ণনায় রোমা রেশমি এক্কার কথায়, “প্রথমবার এত কাছে থেকে চিতাবাঘ দেখলাম। একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু অভিজ্ঞতাটা অবিশ্বাস্য।”

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে মতিধর ও মাদাতি চা বাগান এলাকায় চিতাবাঘের দেখা বারবার মিলছে। ফলে এলাকায় কৌতূহল যেমন বাড়ছে, সতর্কতাও ততই বাড়ছে। বনদফতর ইতিমধ্যেই পুরো ঘটনার উপর নজর রেখেছে। প্রয়োজনে অতিরিক্ত নজরদারি ও টহল বাড়ানোর পরিকল্পনাও করা হচ্ছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন – হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

_

_

_

_

_
_

