Thursday, January 29, 2026

মা কালীর কাছে সপাটে চড় খেলেন অঙ্কুশ, অভিযোগের আঙ্গুল শিবের দিকে! 

Date:

Share post:

চারিদিকে যখন বিয়ের মরসুম তখন ব্যক্তিগত জীবনে বিয়ের ফুল ফোটাতে সময় নিচ্ছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। প্রেমিকার সঙ্গে ভালবাসার সম্পর্কের সময়কাল একযুগ পেরিয়ে গেছে সেই কবেই, তবু এখনও নায়কের মুখে একটাই কথা ‘নারী চরিত্র বেজায় জটিল’। একদা যে কথা বলেছিলেন মহানায়ক, ২০২৬ সালে সেই কথাকেই নিজের উপলব্ধি দিয়ে বড়পর্দায় বোঝাতে চাইছেন অভিনেতা অঙ্কুশ (Ankush)। তাই প্রি-টিজার প্রকাশ্যে আসতেই সোজাসুজি মহাদেবকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন টলিউডের ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। ফল মিলল হাতে নাতে। মা কালীর কাছে একের পর এক চড় খেয়ে কার্যত বেসামাল বাংলা সিনেমার কমেডি হিরো।

আগামী বছর মুক্তি পেতে চলেছে অঙ্কুশ- ঐন্দ্রিলা জুটির ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ (Nari Charitra Bejay Jotil)। শুক্রবার তার প্রিটিজারে দেখা গেল কাঁদো কাঁদো অভিনেতা গলায় শিবকে বলছেন, ‘তুমি এভাবে পায়ের তলায় থাকলে আর কোনও পুরুষের কষ্ট বুঝলে না। সমস্ত নারীদের উসকে দিয়ে এভাবে পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করছ।’ এরপরই সপাটে চড় মা কালীর কাছে। অঙ্কুশের কমিক টাইমিং বরাবরই দর্শকের বেশ পছন্দের। তাই এই ছবির প্রথম ঝলক পছন্দ করেছেন তাঁর অনুরাগীরা।পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে ‘মির্জা’ পরিচালক সুমিত সাহিলের উপর, প্রযোজনা করছে নায়কের নিজের সংস্থাই। ছবিতে ঐন্দ্রিলার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কে। সিনেমার নামেই লুকিয়ে রয়েছে গল্পের ইঙ্গিত। নারীচরিত্রকে যে ‘পুরুষের ত্রাস’ হিসেবে দেখানো হয়েছে তা সবদিক থেকেই স্পষ্ট। তবে যেহেতু রমকম ঘরানার সিনেমা তাই নানা মজার টুইস্ট তো থাকছেই। ছবির এই প্রি-টিজার সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, “প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি। আপনাদের ভালবাসার আশায় থাকলাম। ‘নারী চরিত্র বেজায় জটিল’আসছে ৯ জানুয়ারি ২০২৬ সিনেমা হলে। নতুন বছর আনন্দ করে সপরিবারে দেখার মতো একটি বাংলা ছবি দিয়ে শুরু হোক? কি বল?” অভিনেতাকে অগ্রিম শুভকামনা জানিয়েছেন তাঁর অনুরাগী ও সতীর্থরা।

 

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...