Saturday, December 20, 2025

রাঁচিতে কোহলির সঙ্গে একই দামে টক্কর দিয়ে বিক্রি ধোনির জার্সির!

Date:

Share post:

অলোক সরকার, রাঁচি 
রাঁচি জুড়ে শুধুই ধোনির (MS Dhoni) ধ্বনি। শহরের শিশু থেকে বয়স্ক সকলের মধ্যে ভরপুর ‘মাহি’ ক্রেজ। রাত পোহালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই শহরেই প্রথম একদিনের ওয়ানডে খেলতে নামবে কে এল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সেখানে রয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা (Rohit Sharma-Virat Kohli)। কিন্তু স্টেডিয়ামে যদি ধোনির (MS Dhoni) ৭ নম্বর জার্সি পরা দর্শকের সংখ্যা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতীয় প্লেয়ারদের অনুরাগীর থেকে বেশি হয় তাহলে সেটা আশ্চর্যের নয়। এটাই ধোনি ম্যাজিক। ২০২০ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহি, কিন্তু রবিবাসরীয় ক্রিকেট ম্যাচ দেখার উন্মাদনায় যাঁদের টিম ইন্ডিয়ার জার্সি কিনতে আসছেন তাঁদের নজরে ‘সাত নম্বর’ লেখা ধোনি জার্সির আকর্ষণ বেশি। এমনকি বিরাট কোহলির (VK ) আইকনিক ১৮ নম্বর জার্সির সঙ্গে অবসরপ্রাপ্ত ক্রিকেটারের ৭ নম্বর জার্সি একই দরে বিক্রি হচ্ছে (দুটো জার্সির দামই ২০০ টাকা করে) দেখে সত্যিই চমকে উঠতে হয়।

টি-টোয়েন্টি থেকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেনের বাড়িতে গিয়ে গল্প আড্ডায় মেতে উঠেছিলেন রোহিত-কোহলি-ঋষভ-বুমরাহরা। শনিবার সকাল থেকে নেটপাড়ায় একটা ছবি ভীষণ ঘোরাফেরা করছে যেখানে দেখা যাচ্ছে একটি গাড়ির গ্যারাজে ধোনির সঙ্গে রয়েছেন কোহলি। আর সেখানে মাহির (MS Dhoni) প্রথম বাইকে বিরাট (VK) বসে রয়েছেন এরকম দাবি করা হচ্ছে। ছবিটি সত্যিকারের নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI ) দিয়ে বানানো তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

ধোনি (MS Dhoni) খেলা ছেড়েছেন প্রায় বছর পাঁচেক হয়ে গেল। বিরাট কোহলি এখনও মাঠে নামলে তিনি অনবদ্য। অথচ নিজের শহরে ধোনি ক্রেজ যে সবকিছুকে ছাপিয়ে যেতে পারে এখানে আসা ইস্তক তার নিদর্শন ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। যে স্টেডিয়ামে খেলা হবে সেই জায়গাটা রাচি শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে। এই ধরুয়ার আশেপাশে খুব একটা বেশি জনবসতি নেই, কিন্তু এখানেও এতটাই ধোনি ম্যানিয়া যে বিরাট কোহলির সঙ্গে একই দামে বিক্রি হচ্ছে এমএস ৭-র জার্সি। ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার- ক্যাপ্টেন ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে নিয়মিত আসেন, জিম করেন,টেনিস খেলেন ,সাঁতার কাটেন। আজ খুব স্বাভাবিকভাবেই দুই দলের প্র্যাকটিসের কারণে তিনি আসেননি কিন্তু তাই বলে জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি।

এদিন কে এল রাহুল সাংবাদিক সম্মেলনে বলেন এই শহরটা মহেন্দ্র সিং ধোনির। তাই এখানে জিততে পারলে সেটা যেমন দলের ভালো লাগার একটা কারণ হবে পাশাপাশি ধোনির নিজেরও ভালো লাগবে। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে জিততে আশাবাদী টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজের চুনকাম হওয়া ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের শহরে কতটা নিজের মান বাঁচাতে পারে এখন সেটাই দেখার। যদিও রাঁচির কাছে ক্রিকেট মানেই ‘মাহি’ রব, ইন্ডিয়ান জার্সি মানেই তার নম্বর হতে হবে ৭, আর শহরের ধ্বনি মানে শুধুই মহেন্দ্র সিং ধোনি।

 

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...