লম্বা বিরতি কাটিয়ে সোমবার থেকে শুরু হল মোহনবাগানের(Mohun bagan) অনুশীলন। ৩১ অক্টোবর শেষ ম্যাচ খেলেছিল মোহনবাগান, তারপর থেকে অনুশীলনে ছুটি ছিল। অবশেষে সোমবার থেকে ফের মাঠে নামলেন মোহনবাগানের (Mohun bagan) ফুটবলাররা।
সোমবারের অনুশীলনে ছিলেন না নবনিযুক্ত হেড কোচ সার্জিও লোবেরা। এখনও ভিসা পাননি লোবেরা ফলে এখনই কলকাতায় আসতে পারছেন না স্প্যানিশ কোচ। দলের সঙ্গে তাঁর যোগ দিতে কয়েকটা দিন সময় লাগবে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই নতুন কোচ কলকাতায় আসতে পারেন। তার সহকারিও ডেভিডও আসবেন কয়েকদিন পর। ততদিন দায়িত্ব সামলাবেন সহকারী বাস্তব রায়।

সোমবারে অনুশীলনে ছিলেন না দুই বিদেশি দিমিত্রি ও আলবার্ত। দিমিত্রি আগামী বুধবার অনুশীলনে যোগ দেবেন। ইতিমধ্যেই বিমান ধরেছেন আলবার্ত। ফলে মঙ্গলবারই অনুশীলনে যোগ দেওয়ার কথা তাঁর।


সোমবার প্রায় দুই ঘণ্টার কাছাকাছি সময় অনুশীলন হল। শুরুতে ফিজিক্যাল ট্রেনিং হল। বিদেশিরাও যথেষ্ট ফিট রয়েছেন। ফলে ফিটনেস নিয়ে খুব একটা চাপ নেই মোহনবাগান শিবিরের।ভারতীয় ফুটবলারা সবাই অনুশীলনে উপস্থিত ছিলেন। অনুশীলন দেখে একবারও মনে হয়নি একমাস তারা অনুশীলনের বাইরে ছিলেন। সবাই ছুটিতেও ফিটনেস ট্রেনিং চালিয়ে গিয়েছেন সেটা প্রথম দিনের অনুশীলনেই স্পষ্ট।

এরপর দুই দলে ভাগ করে বেশ কিছুক্ষণ ম্যাচ খেললেন মোহনবাগান ফুটবলাররা। অনুশীলন শেষে সিনিয়র ফুটবলার জানিয়েছেন , অচলাবস্থা আমাদের জন্য কিছুটা হতাশা জনক আশা করা হচ্ছে জানুয়ারির মাসে হয়তো আইএসএল শুরু হবে।

আগামী বুধবার ভারতীয় ফুটবলের সব পক্ষকে নিয়ে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তার আগে সোমবার ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে কলকাতার তিন প্রধানকে নিয়ে বৈঠক ডেকে ছিলেন। কিন্তু কল্যাণের বৈঠকে অনুপস্থিত ছিল মোহনবাগান।


পরিস্থিতি যা এআইএফএফ-র আর কিছুই করণীয় নেই। ফেডারেশন সভাপতির ডাকা বৈঠকে মোহনবাগানের কোনও প্রতিনিধি থাকলেন না। ইস্টবেঙ্গলের ইনভেস্টরের কোনও প্রতিনিধি ছিলেন না। ক্লাবের প্রতিনিধি ছিলেন। মহমেডান অবশ্য যোগ দেয় এই বৈঠকে।

–

–

–
–

