Monday, December 22, 2025

মোহনবাগান অনুশীলনে নেই দুই বিদেশি, কবে আসছেন লোবেরা?

Date:

Share post:

লম্বা বিরতি কাটিয়ে সোমবার থেকে শুরু হল মোহনবাগানের(Mohun bagan) অনুশীলন। ৩১ অক্টোবর শেষ ম্যাচ খেলেছিল মোহনবাগান, তারপর থেকে অনুশীলনে ছুটি ছিল। অবশেষে  সোমবার থেকে ফের মাঠে নামলেন  মোহনবাগানের (Mohun bagan) ফুটবলাররা।

সোমবারের অনুশীলনে ছিলেন না নবনিযুক্ত হেড কোচ সার্জিও লোবেরা।  এখনও ভিসা পাননি লোবেরা ফলে এখনই কলকাতায় আসতে পারছেন না স্প্যানিশ কোচ। দলের সঙ্গে তাঁর যোগ দিতে কয়েকটা দিন সময় লাগবে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই নতুন কোচ কলকাতায় আসতে পারেন। তার সহকারিও ডেভিডও আসবেন কয়েকদিন পর।  ততদিন দায়িত্ব সামলাবেন সহকারী বাস্তব রায়।

সোমবারে অনুশীলনে ছিলেন না দুই বিদেশি দিমিত্রি ও আলবার্ত। দিমিত্রি আগামী বুধবার অনুশীলনে যোগ দেবেন।  ইতিমধ্যেই বিমান ধরেছেন আলবার্ত। ফলে মঙ্গলবারই অনুশীলনে যোগ দেওয়ার কথা তাঁর।

সোমবার প্রায় দুই ঘণ্টার কাছাকাছি সময়  অনুশীলন হল। শুরুতে ফিজিক্যাল ট্রেনিং হল। বিদেশিরাও যথেষ্ট ফিট রয়েছেন। ফলে ফিটনেস নিয়ে খুব একটা চাপ নেই মোহনবাগান শিবিরের।ভারতীয় ফুটবলারা সবাই অনুশীলনে উপস্থিত ছিলেন। অনুশীলন দেখে একবারও মনে হয়নি একমাস তারা অনুশীলনের বাইরে ছিলেন। সবাই ছুটিতেও ফিটনেস ট্রেনিং চালিয়ে গিয়েছেন সেটা প্রথম দিনের অনুশীলনেই স্পষ্ট।

এরপর দুই দলে ভাগ করে বেশ কিছুক্ষণ ম্যাচ খেললেন মোহনবাগান ফুটবলাররা।  অনুশীলন শেষে সিনিয়র ফুটবলার জানিয়েছেন , অচলাবস্থা আমাদের জন্য কিছুটা হতাশা জনক আশা করা হচ্ছে জানুয়ারির মাসে হয়তো আইএসএল শুরু হবে।

আগামী বুধবার ভারতীয় ফুটবলের সব পক্ষকে নিয়ে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার।  কিন্তু তার আগে সোমবার ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে কলকাতার তিন প্রধানকে নিয়ে বৈঠক ডেকে ছিলেন। কিন্তু কল্যাণের বৈঠকে অনুপস্থিত ছিল মোহনবাগান।

পরিস্থিতি যা এআইএফএফ-র আর কিছুই করণীয় নেই। ফেডারেশন সভাপতির ডাকা বৈঠকে মোহনবাগানের কোনও প্রতিনিধি থাকলেন না। ইস্টবেঙ্গলের ইনভেস্টরের কোনও প্রতিনিধি ছিলেন না। ক্লাবের প্রতিনিধি ছিলেন। মহমেডান অবশ্য যোগ দেয় এই বৈঠকে।

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...