আনোয়ার আলি(Anwar Ali) ইস্যুতে ফের সরগরম ময়দান। বিগত দুই মরশুম ধরেই আনোয়ার আলিকে নিয়ে অনেক জটিলতা চলছে। লাল হলুদ জার্সিতে খেললেও এখনও স্থায়ী সমাধান হয়নি। সুপার কাপের নক আউটের আগে গোটা বিষয়টি নিয়ে বিরক্ত আনোয়ার আলি নিজেও।
মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আসা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। সেই সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করেছেন আনোয়ার আলি(Anwar Ali)। এই পরিস্থিতিতে এবার ফেডারেশনকে আইনি নোটিস পাঠালেন আনোয়ার নিজেও।
আইনজীবী মারফৎ নোটিশ পাঠিয়েছেন আনোয়ার(Anwar Ali)। এআইএফএফকে পাঠানো চিঠিতে আনোয়ার লিখেছেন , “এই বিষয়টি এক বছরেরও বেশি সময় ঝুলে। এর মধ্যে সব পক্ষই ফেডারেশনের অ্যাপিল কমিটির সামনে নিজেদের বক্তব্য রেখেছে। কোনও এক অজানা কারণে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। এর ফলে আমার সম্মানহানি হচ্ছে।”
আনোয়ারকে(Anwar Ali) নিয়ে একাধিক কমিটি গঠন করে ফেডারেশন। ২ ডিসেম্বর হয়ে গেল। আনোয়ার আলিকে নিয়ে কোনও স্থায়ী সমাধান হল আর হল না।
এদিকে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন আলবার্তো। সোমবার বিরতি কাটিয়ে অনুশীলন শুরু হয় মোহনবাগানের। কিন্তু প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি আলবার্তো। বুধবার যোগ দিতে পারেন দিমিত্রি।
–
–
–
–