Tuesday, December 2, 2025

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

Date:

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionarate)। বারাসত আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের বিধাননগর পুলিশ কমিশনারেটের। উচ্চপর্যারের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত।

স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা আদতে পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্টঅফিস এলাকার দিলামাটিয়ার বাসিন্দা। দত্তাবাদে সোনার গয়নার দোকান। পরিবারের অভিযোগ, ২৮ অক্টোবর তাঁকে দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তার পরে আর খোঁজ পাওয়া যায়নি। বিধাননগর দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নিউটাউনের (NewTown) যাত্রাগাছির বাগজোলা খালপাড় এলাকার ঝোপ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। স্বপনের খুনে বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। কিন্তু সব অভিযোগ অস্বীকার করে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন রাজগঞ্জের বিডিও (BDO)। সেই আবেদন মঞ্জুরও করেছে আদালত। এরপরই উচ্চপর্যারের বৈঠকে বসেন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। সেখানেই সিদ্ধান্ত হয় বারাসত আদালতের বিরোধিতা করে হাই কোর্টের মামলা দায়ের করবে পুলিশ। সেই মতো মামলা দায়ের হয়েছে।
আরও খবররাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

আদালত সূত্রে খবর, বিডিওর আইনজীবী জানিয়েছেন, ঘটনার দিন প্রশান্ত বর্মন নিউটাউনের আবাসনে ছিলেন না। একটি গেস্ট হাউসে ছিলেন। তার বিলও দেওয়া হয়েছে। পুলিশের দাবি, সেই রশিদ ভুয়ো। সেই প্রমাণ নিয়েই হাই কোর্টে মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ (Bidhannagar Police Commissionarate)। পুলিশের দাবি, স্বপন কামিল্যাকে বিডিওর নিউটাউনের ফ্ল্যাটে তুলে নিয়ে যাওয়া হয়। সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রশান্ত। পুলিশের অভিযোগ, আদালতে মিথ্যে কথা বলেছেন তিনি।

Related articles

SIR-আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, চাপের মুখে সায় বিজেপির!

সংসদের শীতকালীন অধিবেশনের(Winter Session) প্রথম দিন থেকেই উত্তাল দুই কক্ষ। বিরোধীদের প্রতিবাদ, ওয়েলে নেমে বিক্ষোভ, রাজ্যসভা থেকে ওয়াক...

ইডেনে শতরান করে নয়া ইতিহাস বৈভবের, প্রত্যাবর্তন হার্দিকের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) শুরু থেকেই ব্যাট হাতে মন ভরাতে পারছিলেন না বৈভব সূ্র্যবংশী(Vaibhav Suryavanshi)।...

ভুল তথ্য জমা দেওয়ায় আরও ৩০১ চাকরি প্রার্থীর নাম বাতিল এসএসসির 

কেউ শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন, কেউ আবার ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ায় এবার কড়া পদক্ষেপ করল স্কুল...

মিনি নিলামে সিএসকে-কেকেআরের হাতেই বেশি টাকা, নজরে তারকা অজি পেসার

মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম শেষ হতেই কাউনডাউন শুরু হয়ে গিয়েছে আইপিএল নিলামের। এবার অবশ্য আইপিএলের মিনি নিলাম(IPL Mini...
Exit mobile version