Tuesday, December 2, 2025

শুভেন্দুকে ‘কুকুরের’ সঙ্গে তুলনা! ‘সেবাশ্রয়’-এ আশ্রয় দেওয়ার বার্তা দেবাংশুর

Date:

Share post:

সোমবারই শুরু হয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেবাশ্রয় (Sebaashray 2) ক্যাম্প। আর সেই সোমবারেই নির্বাচন কমিশনের সিইও (CEO, Election Commission) দফতরের বাইরে বিএলও-দের (BLO) বিক্ষোভে যে আচরণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) করেছেন তাতে তাঁকে কার্যত কুকুরের সঙ্গে তুলনা করলেন তৃণমূল সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। সেইসঙ্গে সেবাশ্রয় ক্যাম্পে বিরোধী দলনেতার চিকিৎসার অনুরোধ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।

সোমবার এক নজিরবিহীন সিইও-সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। প্রথমবার কোন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের সিইও-র বৈঠক সরাসরি সম্প্রচারিত (live telecast) হয়। বাধা দেওয়া হয়নি কোনও মিডিয়ার প্রবেশে। সেই সাক্ষাৎকার সেরে বেরিয়ে আসার পরই রাজ্যের বিক্ষোভকারী বিএলও-রা ঘিরে ধরেন বিরোধী দলনেতাকে। কমিশনের চাপের মুখে রাজ্যে একের পর এক বিএলও-দের মৃত্যু এবং অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কমিশনের হঠকারী এসআইআর-এর (SIR) প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা। বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁদের সহযোগিতার বদলে উল্টে তাঁদের উপর আরও চাপ প্রয়োগ করতেই বিরোধী দলনেতা সিইও মনোজ আগরওয়ালের (Manoj Agarwal, CEO) সঙ্গে দেখা করেছেন। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

এর পাল্টা শুভেন্দু অধিকারী যে আচরণটি করেন তা এক কথায় অভাবনীয়। আচমকা গাড়ির পাদানিতে দাঁড়িয়ে ‘চোর চোর’ বলতে থাকেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতার প্রকাশ্যে এই ধরনের আচরণ দেখে তাঁর চিকিৎসা করানোর প্রয়োজন বলে দাবি করেন দেবাংশু। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে সেই কথাই লেখেন তিনি।

পোস্টে দেবাংশু উল্লেখ করেন, সর্বসাধারণের একটি অনুরোধ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মহাশয়, এই ব্যক্তিটি আপনার সংসদীয় ক্ষেত্রের বাসিন্দা নন। কিন্তু তবু এনার মানসিক স্বাস্থ্যের চিকিৎসা প্রয়োজন যেহেতু তিনি এক প্রবল মনস্তাত্ত্বিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সমাজের জন্য তাঁর চিকিৎসার প্রয়োজন কারণ তিনি প্রায়ই রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং প্রকাশ্যে যে কোন মানুষকে কামড়ে দিতে পারেন। সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে কারণ সব মানুষ রেবিস প্রতিষেধক (Rabies vaccine) টিকা নিয়ে রাখেন না।

আরও পড়ুন : বকেয়ার দাবি জানাতেই ‘জমিদার’ বিজেপি! সাত বছরের হিসাব তুলে প্রশ্ন অভিষেকের

আপনার সেবাশ্রয় শিবিরে কি এনার চিকিৎসার কোন সুযোগ হবে? তাঁকে কি এই শিবিরগুলির মধ্যে কোনও একটিতে নিয়ে যাওয়া সম্ভব হবে, প্রশ্ন দেবাংশুর। আর এই কথার মধ্যে দিয়েই তিনি শুভেন্দু অধিকারীকে প্রকারান্তরে কুকুর বলতেও বাকি রাখেননি।

spot_img

Related articles

‘SIR আতঙ্কে’ মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সাহায্য ঘোষণা

রাজ্যে ‘SIR আতঙ্কে’ মৃত এবং অসুস্থদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে...

বিশেষভাবে সক্ষমদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার, বার্তা শশীর

বিশেষভাবে সক্ষমদের (Physically Disable) অধিকার রক্ষাই মূল উদ্দেশ্য। ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবসে আয়োজিত অনুষ্ঠানে এই বার্তা...

কি চান লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া মন্তব্য প্রধান বিচারপতির

"আপনারা কি চান? আমরা লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব?" রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ নিয়ে মামলায় কড়া প্রশ্ন তুললেন...

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত...