সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division Bench)। বুধবার, এই রায়ের পরেই বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ডিভিশন বেঞ্চ জানায়, ৯ বছর ধরে চাকরি করাক পরে এখন চাকরি গেলে বিরূপ প্রভাব পড়বে। হাইকোর্টের এই রায় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”চাকরিরত ভাইবোনেরা চাকরিটা ফিরে পেয়েছে আমি খুশি।”
চাকরি বহালের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “বিচারকে শ্রদ্ধা করি। হাইকোর্টের রায়কে শ্রদ্ধা করি। আমি খুশি আমার ভাই বোনদের চাকরি সুরক্ষিত করতে পেরেছি। বিচার বিচারের মতো চলবে। চাকরিরত ভাইবোনেরা চাকরিটা ফিরে পেয়েছে আমি খুশি।”
আরও খবর: ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, চাকরি বাতিল করা কাজ নয়। তাঁর কথায়, ”কথায় কথায় আদালতে গিয়ে চাকরি খেয়ে নেওয়ার বিষয়টা ঠিক নয়। আমাদের লক্ষ্য চাকরি দেওয়া, মোটেও চাকরি কেড়ে নেওয়া নয়।” এর আগে বারবার এই বিষয় নিয়ে সরব হয়েছেন মমতা। তিনি বলেছেন, রাজ্য সরকারি দিলেই সেটা আটকাতে কোর্টে ছোটেন বিরোধীরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”আমাদের লক্ষ্য চাকরি দেওয়া, মোটেও চাকরি কেড়ে নেওয়া নয়।”

–

–

–

–

–

–

–


