ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানের (Smriti Mandhana) সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিয়ের দিন ‘কুইন অফ ক্রিকেট’ আচমকা সবটা স্থগিত করে দেওয়ায় প্রাথমিকভাবে তার বাবার অসুস্থতার কারণ প্রাধান্য পেলেও, যত সময় এগিয়েছে ততই সামনে এসেছে বলিউড সুরকার পলাশ মুচ্ছলের (Palash Muchhal) ‘চিটিং’ বৃত্তান্ত। অন্য মহিলার সঙ্গে সম্পর্ক থেকে মাখোমাখো চ্যাট প্রকাশ্যে আসতেই এক মুহূর্তের নেটপাড়ার ‘ভিলেন’ হয়ে গেছেন সমাজসেবী গায়িকা পলক মুচ্ছলের ভাই। নিজের কেলেঙ্কারির কেচ্ছা প্রকাশ্যে আসতেই এবার ইমেজ বাঁচাতে কি ভক্তিপথের শরণাপন্ন হলেন পলাশ? প্রেমানন্দজি মহারাজের আশ্রমে তাঁকে দেখা যেতেই এ প্রশ্ন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় (Social media)।
দীর্ঘ প্রায় আট বছর ধরে স্মৃতি-পলাশের সম্পর্ক। বন্ধু হিসেবে সর্বদা ভারতীয় ক্রিকেটারের সাফল্য- ব্যর্থতাই পাশে দেখা গেছে বলিউড সুরকারকে। তাঁর ব্যবহার থেকে শুরু করে স্মৃতির প্রতি বন্ধুত্বের গভীরতা বরাবর নেট পাড়ায় প্রশংসা পেয়েছে। কিন্তু বিয়ের দিনে ঘটে গেল অঘটন। লাইমলাইটে থাকা বিবাহ মণ্ডপে আচমকা অ্যাম্বুলেন্স আসায় তাল কেটেছিল। পরে এল পলাশের একের পর এক ‘কীর্তি’। বিয়ে স্থগিত করলেন স্মৃতি (Smriti Mandhana), বন্ধুর পাশে থাকতে টুর্নামেন্টে ফিরে গেলেন না জেমিমা। দুই ক্রিকেটারের বন্ডিংকে কুর্নিশ করলো সকলে। কিন্তু পলাশের কী খবর? তাঁর মা যতই বলুন না কেন যে স্মৃতির বাবার সঙ্গে পলাশের ভালো বন্ডিং ছিল, গত কয়েক দিনে একবারও অসুস্থ শ্রীনিবাস মান্ধানা দেখতে হাসপাতালে যাননি বলিউড সুরকার। বরং তাঁকে দেখা গেল প্রেমানন্দ মহারাজের আশ্রমে। প্রায়শ্চিত্ত করতে গেছেন কি, খোঁচা দেওয়া শুরু নেট প্রভাবীদের।মাস্ক দিয়ে মুখ ঢাকা থাকলেও তাঁকে চিনতে অসুবিধা হয়নি। বিশেষ করে কোঁকড়ানো চুল ও হাতের মেহেন্দি দেখে অনেকেই পলাশকে চিনতে পেরেছেন। দিন দুই আগে জল্পনা ছড়িয়েছিল যে ডিসেম্বরে বুঝি স্মৃতি-পলাশের বিয়ে হতে চলেছে। কিন্তু বিশ্বকাপ জয়ী ব্যাটারের দাদা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই নিয়ে তাঁরা এখনই কিছু ভাবছেন না।
–
–
–
–
–
–
–
–
