ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs SA second ODI)। দুপুরেই হিটম্যান শো দেখতে তৈরি ক্রিকেটপ্রেমীরা। প্রোটিয়াদের বিরুদ্ধে ১-০ তে এগিয়ে থেকে রায়পুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামচে ভারতীয় ক্রিকেট দল (Team India)। ক্রিকেটাররা যথেষ্ট চনমনে মেজাজে রয়েছেন। শীতের মনোরম উষ্ণতায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ফলে ৫০-৫০ ওভার পুরো খেলা হবে বলে মনে করা হচ্ছে। রায়পুরে এদিন সকালে পিচ পরীক্ষা করেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)-রোহিত শর্মা-কেএল রাহুলরা। রাঁচির মতো পাটা পিচ কিনা জানিয়ে প্রশ্ন ছিল, তবে ম্যাচ শুরুর আগে সুনীল গাভাস্কর জানিয়ে দেন পিচ পেস বোলারদের জন্য সহায়ক হবে। কিছুটা স্পিনিং ট্র্যাক দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
রায়পুরের স্টেডিয়ামে খুব একটা বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। তবে রোহিত – বিরাট যুগ দেখতে প্রস্তুত স্টেডিয়াম। এদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেমবা বাভুমা। প্রোটিয়া দলের তিনটে পরিবর্তন হয়েছে। ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই। সন্ধ্যার দিকে শিশির বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। রায়পুরে আবহাওয়া অনুকূল, পিচ ব্যাটিং-সহায়ক হওয়ার সম্ভাবনাও প্রবল। ফলে সিরিজ পকেটে পুড়তে আজ প্রথমে ব্যাট করে যে রোহিত-বিরাটরা বড় রানের ইনিংস চাইবে সেটাই স্বাভাবিক। কিন্তু ক্রিকেট বড়ই অনিশ্চয়তার খেলা, তাই টেস্ট ম্যাচে ভারতকে দুরমুশ করা বাভুমার নেতৃত্ব দক্ষিণ আফ্রিকাকে ODI-তে সমতা ফেরাতে সাহায্য করে কিনা এখন সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
