Monday, January 12, 2026

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

Date:

Share post:

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন ও তাঁর সন্তান সাবিরকে শুধু দ্রুত দেশে ফেরানোই নয় পাশাপাশি বীরভূমে তাঁর বাবার বাড়িতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এই মামলার শুনানিতে কেন্দ্রের জেনারেল তুষার মেহতা (Tushar Mehta) জানান সরকারি নিয়ম মেনেই সোনালিদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে কি আজই ফিরছেন সোনালি? এব্যাপারে কেন্দ্রের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। পাশাপাশি কেন্দ্রীয় সলিসিটর জেনারেলের বক্তব্য, বাংলাদেশ থেকে সোনালিকে প্রথমে দিল্লিতে নিয়ে আসা হবে। তিনি ভারতীয় কি না, তা যাচাই করে দেখা হবে। এরপরই কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত।

এদিনের শুনানিতে এজলাসে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। সোনালির নাগরিকত্ব সংক্রান্ত পরিচয় নিয়ে কেন্দ্রের পদক্ষেপে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেন তিনি। প্রশ্ন বলেন, “মামলাকারী শেখ ভারতীয় নাগরিক নন— এ কথা একবারও বললেনি। অর্থাৎ, বুধু শেখ ভারতীয়। তাঁর সন্তান সোনালি ভারতীয় নাগরিক হতে পারেন। ভারতের নাগরিকত্বের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী তো আপনারা কাজ করেননি।” প্রধান বিচারপতি সূর্যকান্তও কেন্দ্রের উদ্দেশে বলেন, “আমরা আপনাদের কাজে বাধা দিচ্ছি না। কিন্তু আপনাদের পদ্ধতি ঠিক নেই।” বুধবার শুনানি চলাকালীন সোনালির যাবতীয় স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দেওয়ার কথাও জানিয়েছে সুপ্রিম আদালত।দেশে ফিরিয়ে আনার পরে মানবিক কারণে সব রকম চিকিৎসার সুবিধা দিতে হবে সোনালিকে। তিন চিকিৎসকের দল চিকিৎসা করবে।বীরভূমের চিফ মেডিকেল অফিসারকে সোনালির চিকিৎসার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ প্রধান বিচারপতির।বাংলাদেশে থাকা বাকি চারজনকে দেশে ফেরানো নিয়ে কেন্দ্রীয় সরকার তাদের সিদ্ধান্ত জানাবে আদালতে। আগামী ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে।

স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানান, এবার দ্রুত সোনালি বিবিদের ফেরানোর জন্য তৎপর হয়েছে কেন্দ্র।

spot_img

Related articles

সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)।  ইনস্টাগ্রামে পোস্ট করে...

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...