Friday, December 26, 2025

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

Date:

Share post:

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল। মন্ত্রীর বিরুদ্ধে ‘অসত্য’ তথ্য পরিবেশন করে বাংলাকে অসম্মান এবং গোটা সংসদকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত ওয়াকআউট করতে বাধ্য হয়। তৃণমূল সাংসদদের অভিযোগ, অপ্রাসঙ্গিকভাবে বাংলার বকেয়া পাওনা নিয়ে মিথ্যাচার করেছেন অর্থমন্ত্রী, যা অত্যন্ত নিন্দনীয়।

আলোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রী যখন জবাবি ভাষণ দিচ্ছিলেন, তখনই সম্মানিত অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশ্চার্যজনকভাবে সদনকে বিভ্রান্ত করার জন্য অসত্য কথা বলেছেন বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি বলেন, “বাংলাকে অসম্মান করে অকারণে তিনি অসত্য বলেছেন।” যেখানে সেন্ট্রাল এক্সাইজ সংক্রান্ত বিলের উপর আলোচনা চলছিল, সেখানে বাংলার প্রতি বিরূপ মন্তব্য করার জন্য অর্থমন্ত্রী MGNREGA-এর মতো সম্পূর্ণ ভিন্ন একটি প্রসঙ্গ টেনে আনেন, যা বিলের আলোচ্যসূচির মধ্যে ছিল না।

সাংসদ আরও জানান, MGNREGA-এর বকেয়া পাওনা প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট এবং দেশের সুপ্রিম কোর্টও কেন্দ্রকে নির্দেশ দিয়েছে দ্রুত বাংলার প্রাপ্য মিটিয়ে দিতে। এতদ্সত্ত্বেও অর্থমন্ত্রী এই বিষয়ে অসত্য কথা বলে গোটা সদন, গোটা পার্লামেন্ট এবং গোটা দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

প্রতিবাদ জানিয়ে সাংসদ দোলা সেন আরও বলেন, “গণতন্ত্রকে আজকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে পার্লামেন্টে।” কারণ, বারবার চেষ্টা করেও তৃণমূলের ফ্লোর লিডারকে ‘পয়েন্ট অফ অর্ডার’ বলার সুযোগ দেওয়া হয়নি। বক্তা এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, “অর্থমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা যেভাবে পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাকে ডিফেম করার জন্য অসত্য বলছেন, এটা অত্যন্ত নিন্দাজনক। আমরা নিন্দা জানাতে চাই।” এই অন্যায়ের প্রতিবাদেই তাঁরা শেষ পর্যন্ত ওয়াকআউট করেছেন বলে জানান। তাদের স্পষ্ট অভিযোগ, পুরো ‘আউট অফ কন্টেক্সট’ ও ‘আউট অফ এজেন্ডা’ বাংলার প্রসঙ্গ এনে অসত্য কথা বলে সদনকে বিভ্রান্ত করা হয়েছে।

আরও পড়ুন- সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...