বাংলাজুড়ে SIR-এর কাজ চলছে। এনুমারেশন ফর্ম বিতরণ শেষ। এবার শুরু হয়েছে সার্ভারে আপলোডের কাজ। একদিকে প্রথম থেকেই কাজের চাপ নিয়ে একাধিক অভিযোগ করেছেন বিএলও-রা অন্যদিকে আপলোড করা নিয়েও রয়েছে একাধিক অভাব-অভিযোগ। তবে এখনও নিজের এনুমারেশন ফিল (Enumeration Form) আপ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদের সভা থেকে সেই কথাই জানালেন তিনি।
বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর (Murshidabad) স্টেডিয়ামে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সাধারণ মানুষকে এসআইআর সংক্রান্ত বেশ কিছু জরুরি পরামর্শ দেন। এসআইআর আতঙ্কে বাংলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমি এখনও নিজের নাম তালিকায় তুলিনি। যতক্ষণ না পর্যন্ত আপনারা নাম তুলছেন, ততক্ষণ আমিও নিজের নাম তুলব না। আমি কথা দিলে কথা রাখি।”
আরও খবর: ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
আগেই রাজ্যের প্রতিটি মানুষ এনুমারেশন ফর্ম (Enumeration Form) পূরণ না করা পর্যন্ত তিনিও করবেন না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিনও সেই কথাই আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। বলেন, “রাজ্যে এসআইআর আবহে ৪০ জনের মৃত্যু হয়েছে।” এরপরেই মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, “এসআইআর নিয়ে ভয় পাবেন না। নথিগুলি জমা দিন। বাংলায় এসআইআর করতে না দিলে বিজেপি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করত।”
–
–
–
–
–
–
–
–
