মুর্শিদাবাদে বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন হুমায়ুন কবীর(, Humayun Kabir)। নিরাপত্তার দায়িত্ব রাজ্যের কাঁধেই।
মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুন কবীরের(, Humayun Kabir) কর্মসূচি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় শুক্রবার এই রায় দিল হাইকোর্ট। মসজিদ গড়ার সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট।
শনিবার বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে নিরাপত্তার জন্য মুর্শিদাবাদে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, তাদেরকেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে আদালত।
এই প্রসঙ্গে হুমায়ুন জানান,”আগামিকাল শিলান্যাসের অনুষ্ঠান শুরু হবে ১২ টা নাগাদ। এদিন কারও বিরুদ্ধে কুৎসা হবে না, রাজনৈতিক দলের বিরোধিতা হবে না। তিনি ওসি রেজিনগর, আইসি বেলডাঙাতে মেল করে সাহায্য চেয়েছেন। সেই সঙ্গে তাঁর নিজের ২০০০ জন ভলান্টিয়ার থাকবে। দুটি থানাতে মেল করেছি, তারা কী করবে কাল দেখা যাবে।”
–
–
–
–
–
