Thursday, January 15, 2026

SIR-র সময় বাড়াতে চায় কমিশন: উল্টো সুর রাজ্যের CEO-র!

Date:

Share post:

রাজ্যে একের পর এক বিএলও মৃত্যু ও অসুস্থতার পরে বাংলার বিএলও-রা লাগাতার আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের দাবি, ইনিউমারেশন ফর্ম (enumeration form) দেওয়া, জমা ও ডিজিটাইজেশনের (digitisation) পরেও কাজ শেষ হচ্ছে না তাঁদের। একের পর এক কাজ চাপিয়েই যাওয়া হচ্ছে। গোটা দেশ থেকে এই অভিযোগের পরে এসআইআর (SIR) প্রক্রিয়ার সময়সীমা ফের বাড়ানোর পথে নির্বাচন কমিশন (Election Commission)। তবে বাংলার কমিশনের সিইও-র সেই সময় বাড়ানোয় সম্মতি নেই। ফলে দেশের অন্যান্য রাজ্যগুলিতে খসড়া তালিকা (draft voter list) তৈরির সময়সীমা বাড়লেও বাংলায় তা না বাড়ারই সম্ভাবনা।

সম্পূর্ণ স্বচ্ছ, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির স্বার্থেই এসআইআর-এর সময়সীমা আরও বাড়াতে পারে নির্বাচন কমিশন। শুক্রবার ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে এই সংকেত দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে—যদি কোথাও এসআইআর-এর (SIR) কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না হয়, তাহলে সংশ্লিষ্ট রাজ্যের সিইও (CEO, EC) দফতরকে আনুষ্ঠানিক সুপারিশ পাঠাতে হবে। সেই সুপারিশ খতিয়ে দেখে কমিশন (Election Commission) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, সময়সীমা বৃদ্ধি করা হবে কি না।

অর্থাৎ সময়সীমা বাড়া নির্ভর করছে রাজ্যগুলির সিইও-র উপর। তাঁরা সুপারিশ করলে তবে সময়সীমা বাড়তে পারে। শুক্রবারের তথ্য অনুযায়ী বাংলায় ইনিউমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ ৯৯.২৩ শতাংশ সম্পূর্ণ হয়েছে। এই পরিস্থিতিতে বিএলও-রা (BLO) দাবি করছেন, একদিকে ডিজিটাইজেশনের যে কাজ বাকি তা সম্পূর্ণ করা সমস্যাজনক। যে কাজ হয়েছে, তাতে ভুল রয়ে গিয়েছে। তার কারণ কাজ করতে করতে কখনও লিঙ্ক চলে যাওয়া। সার্ভার বসে যাওয়া। প্রযুক্তিগত ত্রুটির পাশাপাশি অল্প সময়ে অনেক কাজ করার কারণে তাঁদের অনেক ভুল হয়েছে বলেও দাবি করেন তাঁরা।

আরও পড়ুন : সিপিএমের দলীয় কার্যালয়ে বিজেপির ব্যানারে CAA-SIR সহায়তা ক্যাম্প! তুঙ্গে রাজনৈতিক তরজা

যদিও বাংলার সিইও মনোজ আগরওয়ালের (Manoj Agarwal) দাবি ভোটমুখী বাংলায় এস আই আর এর সময়সীমা আর বাড়ানোর পক্ষপাতি নন তারা। কমিশনকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে আপাতত বাংলায় এসআইআর-এর সময়সীমা বাড়ার কোনও সম্ভাবনা নেই।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...