ঢাকে কাঠি পড়ে গেল ফুটবল বিশ্বকাপের। মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৬ ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup 2026) ড্র। অর্থাৎ, গ্রুপ পর্বে কবে কোন দল কার বিরুদ্ধে লড়াই করবে, সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেল। গ্রুপ পর্বেই যেমন দেখা যাবে এমবাপে বনাম হালান্ডের দ্বৈরথ তেমনই বিশ্বকাপের প্রথমবার মুখোমুখি হতে পারেন মেসি-রোনাল্ডো( Messi, Ronaldo)।
বিশ্বকাপে টুর্নামেন্টের গ্রুপ জে’তে রয়েছে আর্জেন্টিনা। এই গ্রুপে বাকি তিনটে দল হল আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডন। অন্য়দিকে, গ্রুপ কে’তে রয়েছে পর্তুগাল। পর্তুগালের সঙ্গে রয়েছে উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লে-অফ ১ জয়ী দল। যদি আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই নিজেদের গ্রুপের শীর্ষে শেষ করতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হতে মেসি বনাম রোনাল্ডোর( Messi, Ronaldo)দ্বৈরথ।
তবে কোয়ার্টার ফাইনালের আগে আরও একটি ম্যাচ খেলতে হবে সব দলকে। গ্রুপ পর্বের পর শেষ ৩২-র ম্যাচ। যেহেতু এবার ৪৮ দলের বিশ্বকাপ, তাই অন্যান্যবারের থেকে অতিরিক্ত একটি রাউন্ড থাকছে। তবে সেই রাউন্ডে সহজ প্রতিপক্ষের সম্ভাবনা রয়েছে। এরপর রাউন্ড অফ ১৬।
আগামী বিশ্বকাপেই গ্রুপ পর্বেই হালান্ড ও এমবাপে দুই গোলমেশিন মুখোমুখি হতে যাচ্ছে। ম্যানচেস্টার সিটি ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড প্রথমবার কোনো বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন। আট ম্যাচে ১৬ গোল করে তিনি নরওয়েকে টেনে তুলেছেন ১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপে। অন্যদিকে ফ্রান্সের স্বপ্নের সওদাগর এমবাপে।
এবার এক নজের দেখে নিন বিশ্বকাপের গ্রুপ বিন্যাস
গ্রুপ এ- মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া, ইরোপিয়ান প্লে অফ গ্রুপ ডি।
গ্রুপ বি- কানাডা, ইওরিয়ান প্লেঅফ গ্রুপ এ, কাতার, সুইজরাল্যান্ড
গ্রুপ সি- ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি।
গ্রুপ ডি- আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইওরোপিয়ান প্লেঅফ গ্রপ সি।
গ্রুপ ই- জার্মানি, কুরাকাও, আইভরি কোস্ট, ইকুয়েডার।
গ্রুপ এফ- হল্যান্ড, জাপান, ইওরোপিয়ান প্লেঅফ বি, টিউনিসিয়া।
গ্রুপ জি- বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড।
গ্রুপ এইচ- স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।
গ্রুপ আই- ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লেঅফ ২, নরওয়ে।
গ্রুপ জে- আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন।
গ্রুপ কে- পর্তুগাল, ফিফা প্লেঅফ ১, উজবেকিস্তান, কলম্বিয়া।
গ্রুপ এল- ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।
