সাম্প্রদায়িকতার আগুনে জ্বলছে দেশ, সম্প্রীতির মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলা থেকে লড়াইয়ের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে স্মরণ করে তৃণমূল কংগ্রেস প্রতি বছর ৬ ডিসেম্বর সম্প্রীতি দিবস পালন করে। আজ, শনিবার সেই উপলক্ষে কলকাতার ধর্মতলায় তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছে। সেখানে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে চলেছে তৃণমূল (TMC) নেতৃত্ব। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জনগণের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একতাই শক্তি
শুরুতেই আমি সকলকে ‘সংহতি দিবস’/ ‘সম্প্রীতি দিবস’ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি— এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না।
হিন্দু,…
— Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2025
সংহতি দিবসে তিনি লেখেন, ”একতাই শক্তি। শুরুতেই আমি সকলকে ‘সংহতি দিবস’/ ‘সম্প্রীতি দিবস’ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি— এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না।
হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ — বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।”
–
–
–
–
–
–
–
