Saturday, December 6, 2025

ভোটার তালিকা নিয়ে কমিশনকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

Date:

Share post:

জেলা সফরের নবম দিনে পূর্ব বর্ধমানের দু’টি বিধানসভা – গলসি ও আউশগ্রামে – দলীয় নির্দেশিত ভোটার তালিকা সংশোধনের কাজ তদারকি করলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। এদিন প্রথম থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে কাঠগড়ায় তোলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, বাংলা এবং বাংলার মানুষকে বঞ্চনা করে, অপমান করে এবং ভাতে মারার চেষ্টা করে বিজেপি ব্যর্থ হয়েছে। এখন তারা বাংলার ভোটাধিকার হরণ করতে এসেছে। তাই বাংলার ভোটাধিকার রক্ষায় কর্মী-সমর্থক সকলকে নিয়ে একসাথে লড়াইয়ে নামার আহ্বান জানান তিনি।

শনিবার আউশগ্রামের ১ নং ও ২ নং ব্লকে বাংলার ভোট রক্ষার দলীয় ক্যাম্প পরিদর্শন করতে এসে মন্ত্রী অরূপ বিশ্বাস এসআইআর ইস্যুতে সুর চড়িয়ে বলেন, খসড়া তালিকায় একটিও বৈধ ভোটারের নাম বাদ গেলে যে তীব্র আন্দোলন হবে, ভারতবাসী তা আজ পর্যন্ত দেখেনি বলে হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে নির্বাচন কমিশনকে বুঝিয়ে দেওয়া হবে, “কত ধানে কত চাল চলে।” মন্ত্রী শুরু থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই আক্রমণাত্মক সুর তোলেন।

এদিন প্রথমে তিনি যান আউশগ্রাম ২ নং ব্লকের গ্যাঁরাই অঞ্চলে। সেখানে এসআইআর প্রক্রিয়ায় যুক্ত ব্লকের বিএলএ (Booth Level Agent) ও কর্মীদের সাথে কথা বলেন অরূপ এবং কোনো সমস্যা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন। এরপর তিনি যান আউশগ্রাম ১ নং ব্লকের গুসকরায় বিধায়ক কার্যালয়ে। সেখানে আউশগ্রাম ১ নং ব্লকের এসআইআর সংক্রান্ত সমস্ত তথ্য তিনি খতিয়ে দেখেন। গত ন’দিনে তিনি হুগলির ১৮টি, পূর্ব বর্ধমানের ১৬টি এবং পশ্চিম বর্ধমানের ৯টি – মোট ৪৩টি বিধানসভার এস.আই.আর কার্যক্রম পরিদর্শন শেষে রাতে কলকাতায় ফিরছেন।

আরও পড়ুন – হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পথশ্রী প্রকল্পে তুঙ্গে প্রস্তুতি, একদিনেই উদ্বোধন ৯ হাজার কিমি গ্রামীণ রাস্তার

বিধানসভা নির্বাচনের আগে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার। পথশ্রী প্রকল্পকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক...

টেস্টের বদলা একদিনের সিরিজে, জানুন টিম ইন্ডিয়ার প্রাপ্তি তালিকা

টেস্ট সিরিজ হারের বদলা একদিনের সিরিজে। শনিবার বিশাখাপত্তনমে তৃতীয় একদিনের ম্যাচে ৬১ বল বাকি থাকতে ৯ উইকেটে দক্ষিণ...

হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

শুক্রবারই ভারতে ফিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে...

কার্ল মার্ক্সের শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মেয়ো রোডের মঞ্চ থেকে অভিনব খোঁচা কল্য়াণের

বাংলার দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় নিজে সচেষ্ট। তেমনই তাঁর সৈনিকেরাও শান্তি-সম্প্রীতি রক্ষার...