Sunday, January 18, 2026

ইন্ডিয়া ব্লক লাইফ সাপোর্টে! বিহার ভোটের ফলাফলে চাঞ্চল্যকর দাবি ওমরের

Date:

Share post:

বিহার নির্বাচনে বিরোধী জোটের লজ্জাজনক পরাজয়ের পরে ইন্ডিয়া ব্লকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এবার জোট শরিক এনসি (National Conference) নেতা তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী সেই প্রশ্ন তুললেন। জোটের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নীতীশ কুমারের (Nitish Kumar) এনডিএ-তে (NDA) চলে যাওয়ার পিছনেও জোটের ব্যর্থতাকেই দায়ী করলেন ন্যাশানাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah)।

বিহার নির্বাচনের আগে থেকেই আসন বন্টন নিয়ে জটে কংগ্রেস ও জোট শরিক দলগুলি। যার জেরে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নির্বাচন থেকেই সরে দাঁড়ায়। মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আরজেডি প্রার্থীদের দর কষাকষি অব্যাহত। এরপরেও নির্বাচনের ফলাফলের পরে নীতীশ কুমার এনডিএ ছেড়ে ইন্ডিয়া ব্লকে যোগ দিয়ে সরকার গঠন করবে, জোটের সদস্যদের মুখে এমন আশাও শোনা যায়।

নির্বাচনের ফলাফলের পরে বিহার নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তবে এবার সরাসরি জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। ওমর দাবি করেন, ইন্ডিয়া ব্লক (I.N.D.I.A. bloc) বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছে। এর মধ্যে যেই কেউ নিজেদের প্য়াডেল বের করে এনে আমাদের একটা আঘাত দেন, তখনই আমরা জেগে উঠি। কিন্তু বিহার নির্বাচনের মতই পরাজয়ের সামনে পড়তে হয়। ফলে আবার আমরা ঘুমিয়ে যাই এবং কাউকে আমাদের ঠেলে নিয়ে আইসিইউ-তে (ICU) পৌঁছে দিতে হয়।

এখানেই থেমে থাকেননি ওমর আবদুল্লা (Omar Abdullah)। তাঁর দাবি, নীতীশ কুমার যেভাবে এনডিএ-তে যোগ দিয়েছেন ও থেকে গিয়েছেন, তার পিছনেও ইন্ডিয়া জোটের ভুলকে দায়ী করেছেন তিনি। ওমরের দাবি, নীতীশ কুমারকে এনডিএ-র দিকে ঠেলে দিয়েছি।

আরও পড়ুন : খিদিরপুর থেকে ম্যারাথন: দৌড়লেন মেয়র, পুলিশ কমিশনার

তবে ওমর আবদুল্লা মুখ খোলার পরে আসন বন্টন নিয়ে জোটে ফাটলের পর্দাফাঁস করেছে সিপিআই-ও (CPI)। সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা (D Raja) দাবি করেন, বিহার নির্বাচনের আগে আসন বন্টন নিয়ে ঠিকমতো কোনও বৈঠকই হয়নি। সঠিক অর্থে যৌথ প্রচার হয়নি। এমনকি কোনও সমন্বয়ও ছিল না। এই পরিস্থিতিতে ওমর আবদুল্লা যে অভিযোগ করেছেন, তাকে গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন রাজাও। কার্যত দুই শরিক দলের শীর্ষ নেতৃত্বই এবার প্রশ্ন তুললেন কংগ্রেসের নেতৃত্ব নিয়ে। একদিকে কোনও শরিকের মত না শুনে কংগ্রেসের মত চাপিয়ে দেওয়ার রাজনীতির সমালোচনা হল। সেই সঙ্গে বিরোধী রাজনীতিতে বসন্তের কোকিলের মতো কংগ্রেসের আনাগোনারও সমালোচনা দুই শরিক দলের।

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...