চারদিন পরে কিছুটা স্বাভাবিক চেহারা দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলির। রবিবার থেকে পরিষেবা বেশ খানিকটা স্বাভাবিক হওয়ার দাবি করছে উড়ান সংস্থা ইন্ডিগো (Indigo)। রবিবার ইন্ডিগোর তরফে ১৫০০ ফ্লাইট (flight) চালানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে। পরিষেবার ৯৫ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, শনিবার ১১৩টি গন্তব্যের জন্য ৭০০টির বেশি ফ্লাইট বাতিল (cancelation) হয়েছিল। রবিবার ১৩৮টি রুটের মধ্যে ১৩৫টিতে পরিষেবা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলেই আশা উড়ান সংস্থার। তবে এদিনও শতাধিক বিমান দেশ জুড়ে বাতিল হওয়ার হিসাব পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত, ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে শনিবার একটি শোকজ় নোটিস দেয় ডিজিসিএ (DGCA)। সেখানে বলা হয় ইন্ডিগো-র পরিষেবাতে ব্যাপক সমস্যার ফল ভুগতে হয়েছে বিপুল সংখ্যক যাত্রীদের। গোটা ফ্লাইট নেটওয়ার্ককে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই পরিস্থিতি কেন তৈরি হল, সেটা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে। যে বা যাঁরা পরিস্থিতির জন্য দায়ী, তাঁদের মূল্য দিতে হবে বলেও জানানো হয় নোটিসে। সেই সঙ্গে বাতিল হওয়া বিমান যাত্রীদের ভাড়ার টাকা দ্রুত ফেরানোর (refund) নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ইন্ডিগো: যাত্রী ভোগান্তিতে মামলা সুপ্রিম কোর্টে, বিমান সংস্থাগুলিকে ভাড়া না বাড়াতে কড়া নির্দেশ

রবিবার বাতিল বিমানের হিসাব
দিল্লি – ৮৬টি
আমেদাবাদ – ৫৯টি
হায়দরাবাদ – ৬৯টি
কলকাতা – ৪১টি

–

–

–

–

–


