Monday, December 8, 2025

সংসদে ‘বঙ্কিমদা’! মোদির ঔদ্ধত্যের প্রতিবাদ সৌগতর, ক্ষমাও চাইলেন না প্রধানমন্ত্রী

Date:

Share post:

বাঙালি বিদ্বেষী বিজেপির আরও এক চেহারা ফুটে উঠল সংসদে সোমবার। খোদ দেশের প্রধানমন্ত্রী সংসদে (Parliament) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে (Bankim Chandra Chattopadhyay) সংসদে ‘বঙ্কিমদা’ বলে অপমান করতে ছাড়লেন না। মোদির এই সম্বোধনে সংসদে সরব তৃণমূল সাংসদরা। প্রতিবাদের জেরে নিজের সম্বোধন বদলাতে বাধ্য হলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারপরেও নিজের ঔদ্ধত্য বজায় রেখে ভুলের জন্য একবারও ক্ষমা চাইলেন না।

প্রতিকূল পরিস্থিতিতে বারবার বাংলা ভাষা, বাংলার সংস্কৃতিকে খুব আপন দেখানোর চেষ্টা করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কখনও টেলিপ্রম্পটারে বাংলা বলে, কখনও মাকালী, মা দুর্গার নাম নিয়ে নিজেকে বাঙালিপ্রেমী দেখানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সেই চেষ্টায় কীভাবে বাঙালির অপমান তিনি করেন তা বোঝার ক্ষমতা থাকে না বাংলা-বিরোধী (anti-Bengali) নরেন্দ্র মোদির। এবার সেই বাঙালি-অপমানের ছবি তিনি তুলে ধরলেন দেশের সংসদে। রাষ্ট্রগীতের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়াকে ‘বঙ্কিমদা’ বলে চরম অপমান করলেন তিনি। এবং একবার নয়। পরপর চারবার সেই সম্বোধন করলেন তিনি।

প্রথমবারের সম্বোধনের পরে অনেকেই ভেবেছিলেন এটা শোনার ভুল। বা হয়তো ভুল করে নরেন্দ্র মোদি এমনটা বলে ফেলেছেন। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে দ্বিতীয়বার ‘বঙ্কিমদা’ সম্বোধনে সরব হন বাংলার সাংসদরা। মোদির তৃতীয় সম্বোধনের পরে সাংসদ সৌগত রায় (Saugata Roy) স্পষ্টভাবে প্রতিবাদ জানান, তিনি এভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে ‘দা’ সম্বোধন করতে পারেন না। অন্তত ‘বঙ্কিমবাবু’ বলা উচিত।

আরও পড়ুন : ‘বন্দেমাতরম’ আলোচনার আগেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সংসদে প্রতিবাদ, সরব তৃণমূল

নিজের ভুল বুঝতে পেরেও ঔদ্ধত্য এতটুকু কমেনি দেশের প্রধানমন্ত্রীর (Prime Minister)। সৌগত রায়ের (Saugata Roy) প্রতিবাদে সংসদের ভিতরে বক্তব্যের মাঝে থেমে হেসে ওঠেন তিনি। জানান, সাংসদের অনুভূতির প্রতি সংবেদনশীল তিনি। নিজের সম্বোধন পরিবর্তন করে ‘বঙ্কিমবাবু’ বলেন। একবারও নিজের ভুলের জন্য ক্ষমাও চাইলেন না। সাংসদের অনুভূতিকে সম্মান জানাতে সম্মোধনের পরিবর্তন তা স্পষ্ট করে দিলেন। আদতে বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রতিও যে বিজেপির কোনও সম্মান নেই, তাও সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করে দিলেন বিজেপির প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

‘জয় হিন্দ’-এ আপত্তি, ‘বন্দেমাতরম’-এ বিতর্ক! সংসদে আলোচনায় কটাক্ষ মমতার

বিজেপির নেতারা বলছেন নেতাজি, গান্ধীজিকে পছন্দ করি না। আবার বিজেপির কেন্দ্রের সরকার সংসদে 'বন্দেমাতরম' (Vandemataram) ১৫০ বর্ষপূর্তিতে আলোচনার...

গীতাপাঠের অনুষ্ঠানে কেন গেলেন না: কারণ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

রবিবাসরীয় কলকাতায় ব্রিগেডে গীতাপাঠের আসর ভরালেন বিজেপির নেতারা। মাঠে উড়ল হনুমান, রামের পতাকা। আবার সেই আসরে যোগ না...

কেন্দ্রের পরিকল্পনার ব্যর্থতায় বিপর্যয়! ইন্ডিগো বিভ্রাটে ক্ষতিপূরণের দাবি মুখ্যমন্ত্রীর

কেন্দ্র জানত। কিন্তু তাও ব্যবস্থা নেয়নি। সাধারণ মানুষ এর জন্য ভুগছে। কেন্দ্রের সরকার মানুষের কথা ভাবে না। ফলে...

গুজরাটের শিক্ষায় ব্যবস্থায় ধস! প্রকাশ্যে মোদি রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি

নরেন্দ্র মোদি অমিত শাহের রাজ্যেই শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। বিগত পাঁচ বছরে  গুজরাটে(Gujarat) লাফিয়ে বেড়েছে স্কুল ছুটের সংখ্যা।...