Thursday, December 11, 2025

বাংলাকে ১০০ দিনের টাকা দিতে কেন্দ্রের শর্ত! দলীয় মঞ্চে কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার

Date:

বছরের পর বছর বাংলাকে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ থেকে বঞ্চিত রেখেছে বাংলা-বিরোধী মোদি সরকার। বাংলার মানুষ একশো দিনের কাজ করেও টাকা পাননি। নতুন বরাদ্দ হওয়া তো দূরের কথা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নির্লজ্জ কেন্দ্রের সরকার বাংলার টাকা বরাদ্দ করেনি। চাপে পড়ে এবার ১০০ দিনের কাজের (MGNREGS) টাকা দেওয়ার ক্ষেত্রে শর্ত (condition) দিয়েছে কেন্দ্র (central government)। কোচবিহারে রাসমেলার মাঠে জনসভা থেকে এই শর্তগুলি অসম্মানজনক এবং অপমানজনক বলে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা কোনওদিন কেন্দ্রের কাছে মাথা নত করেনি করবেও না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে। তাঁর কথায়, হঠাৎ করে গত পরশু দিন একটা চিঠি দিয়েছে আমাদের এক বছর পর। তাতে বলছে ৬ ডিসেম্বর থেকে শর্ত দিয়েছে। নয়া শ্রম কোড (labour code)। ত্রৈমাসিক লেবার বাজেট দেখাতে হবে, সময় কোথায়? এটা ডিসেম্বর মাস ফেব্রুয়ারিতে নির্বাচন। একটা গ্রামে মাত্র ১০ জন কাজ পাবে। হয় কখনও? একটা পরিবারেই তো ১০টা গরিব লোক থাকে। তারপরে বলছে ট্রেনিং দিতে হবে। কবে ট্রেনিং দেবেন? আর কবে কাজ দেবেন? আমি বলি এই কাগজটা ভ্যালুলেস (valueless)। এর কোনও ভ্যালু নেই।

আরও পড়ুন : বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ সম্মোধন! নাক খত দেওয়ার দাবি মমতার

কেন্দ্রকে একহাত তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, আবার আমরা ক্ষমতায় আসব। কর্মশ্রীর (Karmasree) ৭৫ দিন এবার কাজ হয়েছে। ৭০ দিন হয়ে গিয়েছে। আরও ৭৫ থেকে ৮০ দিন করব। ১০০ দিনের কাজ বাংলাই করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। এটা কেন্দ্রের কোনও নোটিস নয়, এটা আমার কাছে থাকা কাগজ। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান।

Related articles

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ...

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

দীর্ঘ পাঁচ মাসের কারাবন্দির পর অবশেষে বুধবার দেশে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূল...

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা...

মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে শহরের স্কুল-কলেজের ছাত্রদের সামনে মহাকাশে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের দ্বিতীয় নভোচারী...
Exit mobile version