Thursday, December 11, 2025

সংসদে লজ্জাজনক উক্তি খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঋষি বঙ্কিমকে ‘বঙ্কিমদা’ সম্মোধনে ভুল ধরিয়ে দেওয়ার পরও ক্ষমা চাননি নরেন্দ্র মোদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankimchandra Chattopadhyay) এই অপমানে নাক খত দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। মঙ্গলবার কোচবিহারে (Coochbihar) দলীয় মঞ্চ থেকে নাম না করে মমতা দাবি করেন, নাক খত দিলেও জনগন তাঁকে ক্ষমা করবেন না।

সংসদে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) নরেন্দ্র মোদির (Narendra Modi) অসম্মানজনক সম্মোধন ধরিয়ে দেওয়ার পরেও এতটুকু লজ্জিত হতে দেখা যায়নি বাংলা-বিরোধী বিজেপির একজন নেতাকেও। সেই প্রসঙ্গই কোচবিহারের দলীয় সভা মঞ্চ থেকে টেনে আনেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি জানান, কাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র (Bankim Chandra Cattopadhyay) যিনি জাতীয় গীত (National Song) রচনা করেছিলেন তাঁকে এই টুকু সম্মান দিলেন না। আপনাদের তো নাকখত দেওয়া উচিত জনগনের কাছে। তাতেও ক্ষমা হবে না।

বাস্তবে এটা যে বাংলার সংস্কৃতিকে অপমান, এদিন মঞ্চ থেকে তাও স্পষ্ট করে দেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, সংস্কৃতিকে, আন্দোলনকে। স্বাধীনতা আন্দোলন করেছিল কারা? বাংলায়। ৯০ শতাংশ লোক বাংলায় জেলে ছিল, ফাঁসির কাঠে গিয়েছিল, শহীদ হয়েছিল। আর ছিল কিছু পঞ্জাবী। কোথায় ছিলেন আপনারা?

আরও পড়ুন : বিজেপির সংস্কৃতি মন্ত্রীর মুখে বঙ্কিমের ভুল নাম! সংসদে একের পর এক তোপ তৃণমূলের

এই প্রসঙ্গেই শুধুমাত্র বঙ্কিমচন্দ্র নয়, রাজা রামমোহন রায়, ক্ষুদিরাম বসুর অপমানের প্রসঙ্গও টেনে আনেন তৃণমূল নেত্রী। তিনি মনে করিয়ে দেন, রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি না কি দেশপ্রেমিক নন। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন।

Related articles

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ...

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

দীর্ঘ পাঁচ মাসের কারাবন্দির পর অবশেষে বুধবার দেশে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূল...

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা...

মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে শহরের স্কুল-কলেজের ছাত্রদের সামনে মহাকাশে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের দ্বিতীয় নভোচারী...
Exit mobile version