Thursday, December 11, 2025

আজ পুদুচেরিতে বিজয়ের জনসভায় একাধিক শর্ত আরোপ পুলিশের

Date:

কারুরের পদপিষ্টের ঘটনার পরে এই প্রথম জনসভা করতে চলেছেন TVK প্রধান বিজয়। সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুরে তামিলাগা ভেত্তরি কাজহাগাম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা ও অভিনেতা বিজয়ের শেষ সভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের। মর্মান্তিক ওই ঘটনায় বিজয়ের দেরিতে আসা এবং আয়োজকদের অব্যবস্থাকেই দায়ী করেছিল প্রশাসন। সেই ঘটনায় এখনও চলছে সিবিআই তদন্ত।

সেই ঘটনার পরে এই প্রথম আজ, মঙ্গলবার পুদুচেরিতে সভা করতে চলেছেন বিজয়। কোনও রোড শো তিনি করবেন না বলেই জানিয়ে দিয়েছেন এবং এবার বাসের ছাদ থেকে তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই চেন্নাই থেকে সভাস্থলে উদ্দেশে রওনা দিয়েছে সেই বাস। পুদুচেরি পুলিশ যদিও সরু রাস্তার কারণ দেখিয়ে বিজয়ের দলকে রোড-শোয়ের জন্য অনুমতি দেয়নি। এছাড়া একাধিক শর্তও আরোপ করেছে পুলিশ।

পুলিশের তরফে বলা হয়েছে পাঁচ হাজার মানুষ এদিনের সভায় অংশ নিতে পারবেন। TVK-র জারি করা কিউ আর কোড মারফত আমন্ত্রণ পেলে তবেই সভায় যোগদান করা যাবে। তামিলনাড়ু থেকে কাউকে এই সভায় ঢুকতে দেওয়া হবে না। TVK-কে পানীয় জল, শৌচালয়, অ্যাম্বুল্যান্স-সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা করতে হবে। আগেরবারের ঘটনা থেকে শিক্ষা নিয়েই বিজয়ের দলও এবার যথেষ্ট সচেতন। অন্তঃসত্ত্বা, শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন, প্রবীণদের এই সভায় অংশ না নেওয়ার অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে ভাষণ শুনতে বিল্ডিংয়ের ছাদ, গাছ বা ট্রান্সফর্মারের উপরে না চড়ার কথাও। বিজয়ের গাড়ির পিছনে যাতে কেউ ধাওয়া না করেন, সেই বিষয়টিও মাথায় রাখতে বলা হয়েছে দলের তরফে।

 

Related articles

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ...

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

দীর্ঘ পাঁচ মাসের কারাবন্দির পর অবশেষে বুধবার দেশে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূল...

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা...

মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে শহরের স্কুল-কলেজের ছাত্রদের সামনে মহাকাশে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের দ্বিতীয় নভোচারী...
Exit mobile version