৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সরগরম সেলিব্রিটি মহলও। চিকেন প্যাটিস বিক্রির ‘অপরাধে’ গরীব বিক্রেতার বাক্স থেকে সব প্যাটিস ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে গেরুয়া প্রতিনিধিদের বিরুদ্ধে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
গরিব বিক্রেতার পক্ষে সওয়াল করে পরম বলেন, ‘’আমরা তো কলকাতার ময়দানে ননভেজ বা ভেজ প্যাটিস ভেবে খাই না। আমরা তো ননভেজ খাই। বাঙালিরা তো মাংশাসী। আমরা তো প্রতিদিন আমিষ খাই। সেই মানুষটা হয়তো বুঝতে পারেননি এই অনুষ্ঠানে আমিষ বিক্রি করাটা উচিত নয়। তিনি তো তাঁর জীবিকা নির্ধারণ করছিলেন।’’
তিনি আরও বলেন, ‘’গীতা পাঠ তো খুব ভালো জিনিস। আমার বাড়িতে নিয়মিত হয়। ভদ্রলোক তো এমনিতে কোনো অন্যায় করেনি। হতে পারে সেই প্রেক্ষিতে ওটা ভুল বা ঠিক। এটা ওঁর রুজিরুটি। মারধর করাটা কখনো ঠিক নয়। এটা আমি সমর্থন করতে পারছি না।’’
প্রসঙ্গত, এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ময়দান থানায় জোড়া এফআইআর দায়ের হয়েছে। দুই বিক্রেতাই এফআইআর করেছেন। নির্যাতিতদের মধ্যে হুগলির বাসিন্দা রিজায়ুল জানান ৭ ডিসেম্বর দুপুর ১টার সময় ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। সেই সময় কয়েক জন চড়, ঘুষি মেরেছেন তাঁকে। বাক্সে থাকা ৩ হাজার টাকার খাবার নষ্ট হয়েছে। এই মারধরের ঘটনায় বেশ কড়া প্রতিক্রিয়া এসেছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন – টলিউডের কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখতে শুরু ‘মনের বন্ধু ফেডারেশন’
_
_
_
_
_
_
