Wednesday, December 10, 2025

উত্তরপত্রে ‘এন্ড অফ লাইন’ সই বাধ্যতামূলক! কড়া নিয়ম আনল উচ্চ মাধ্যমিক সংসদ

Date:

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আরও কড়া নজরদারি। নির্বাচনী ডিউটির ধাঁচে নতুন নিয়ম চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পরীক্ষার্থী তার উত্তরপত্রের যে লাইন বা যে স্থানে লেখা শেষ করবেন, ইনভিজিলেটরকে ঠিক সেখানেই স্বাক্ষর করতে হবে। এতদিন খাতার শুরুতেই একবার সই করতেন গার্ডরা। কিন্তু সেই পুরনো প্রথা বদলে এবার কার্যকর হচ্ছে নতুন ‘এন্ড অফ লাইন’ নিয়ম।

সংসদ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার খাতা সংক্রান্ত আইনি জটিলতা ও নানা অভিযোগ এড়াতেই এই সিদ্ধান্ত। বহু ক্ষেত্রে দেখা যায়, ফলাফল আশানুরূপ না হলে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করেন বা আরটিআই দাখিল করেন। অভিযোগ ওঠে, লুজ শিট নাকি খাতা থেকে হারিয়ে গেছে বলেই নম্বর কম এসেছে। এই বিভ্রান্তি কাটাতেই পরীক্ষার্থীর লেখা ঠিক কোন জায়গায় শেষ হয়েছে, তার সুনির্দিষ্ট প্রমাণ রাখতেই ইনভিজিলেটরের এই সই বাধ্যতামূলক করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “এ বছর থেকেই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। ‘এন্ড অফ লাইন’ সই থাকা মানেই ওই স্থান পর্যন্তই পরীক্ষার্থী লিখেছেন—এরপর আর কোনও লেখা নেই।” জানা গিয়েছে, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষায় আনুষ্ঠানিকভাবে এই নিয়ম প্রয়োগ হবে। শিক্ষা মহলের দাবি, নতুন বিধান খাতা সংক্রান্ত অনিয়মের অভিযোগ অনেকটাই কমাবে। পরীক্ষাকেন্দ্রে স্বচ্ছতা ও জবাবদিহিও বাড়বে বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন – হ্যালো মোদিজি… ‘যতই করো SIR, এ বাংলা ফের মমতার’: বিজেপিকে কটাক্ষ করে ফের গান দেবাংশুর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চাপে পড়েছে বিজেপি! সংসদে এবার গালাগালি অমিত শাহর

সত্যি কথা গায়ে বাজে। কেন্দ্রের বিজেপি সরকারের এখন এমনই অবস্থা। গোটা দেশে নোটবন্দি, দেশাত্মবোধের জিগির সব উপায়ে নির্বাচন...

বাসে চড়ে গানের আড্ডা, মিউজিকাল চমক লাগলো ‘ঠিক সন্ধ্যে নামার আগে’ 

গঙ্গাবক্ষে ট্রেলার লঞ্চের পর এবার চলন্ত বাসে মিউজিক লঞ্চ হল কৌস্তভ চক্রবর্তী (Kaustav Chakraborty) পরিচালিত 'ঠিক সন্ধ্যে নামার...

বড়সড় পরীক্ষার সামনে নির্বাচন কমিশন, কলকাতায় নো-ম্যাপিং বেড়ে সর্বোচ্চ 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) পর্যবেক্ষণে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য—২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের মিল না-থাকা...

ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর! প্রতিবাদ পরমব্রতর

৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সরগরম সেলিব্রিটি মহলও।...
Exit mobile version