এসআইআরের নামে ভোটবন্দি নিয়ে আগেই সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআরের প্রতিবাদ গানের ভাষায় গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।
যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার। দেবাংশুর এই গান এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। নেট নাগরিকদের হাতে হাতে ঘুরে বেরাচ্ছে এই মিউজিক ভিডিও। গানের প্রতিটি শব্দবন্ধে বিজেপিকে তুমুল আক্রমণ কড়া হয়েছে। মোদিকে ফানুস বলে তোপ দেগে দিয়েছেন দেবাংশু। বর্ডার পার করে অনুপ্রবেশকারীরা কীভাবে ঢুকছে? সীমান্ত পাহারায় তো শাহের বিএসএফ। এ নিয়েও মোদি সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা। বিরোধী দলনেতা গদ্দারকে তারকাটা বলে কটাক্ষ কড়া হয়েছে। ক্রিকেট বোর্ডে শাহ-পুত্রকে বসানোর কথাও এই গানে উল্লেখ হয়েছে। নোটবন্দি, আবাস যোজনা, ১০০ দিনের কাজের বকেয়া, গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, এনআরসি নিয়েও মোদি তুলোধনা কড়া হয়েছে।
২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে খেলা হবে গানে রাজ্যবাসীর মন জয় করেছিলেন দেবাংশু। এবার ‘যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার’-এই গান গেয়ে ফের ভাইরাল দেবাংশু।
আরও পড়ুন – নরেন্দ্র হলেন ‘বাজপেয়ি’! সংসদে এ কি বললেন অভিজিৎ
_
_
_
_
_
_
_
