কাজের চাপ বা বিভিন্নভাবে টলিউডের শিল্পী ও কলাকুশলীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা গিয়েছে সম্প্রতি। আত্মহত্যার ঘটনাও ঘটেছে টলিউডে (Tollywood)। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। সেই মতো বুধবার থেকে দাশানি স্টুডিও-তে শুরু হল ‘মনের বন্ধু ফেডারেশন’ শিবির।
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) জানালেন, ৪ ডিসেম্বর এই শিবির সাতদিনের মধ্যে শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই মতো সাতদিনের মধ্যেই শুরু হল শিবির। এসএসকেএম-এর ইনস্টিটিউট অফ সাইকায়াট্রি বিভাগের চিকিৎসকরা এই শিবিরে আলোচনা ও শিল্পী-কলাকুশলীদের সঙ্গে কথা বলেন। এসএসকেএম-এর চিকিৎসকদের ধন্যবাদ জানান স্বরূপ বিশ্বাস।
আরও পড়ুন : ফেডারেশনের অভিনব উদ্যোগ! টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সেলিং
বুধবার দাশানি-২ স্টুডিও-র ‘পরশুরাম’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের ফ্লোরে শুরু হয় কর্মশালা। স্বরূপ বিশ্বাস দাবি করেন, টিআরপি বা অন্য অনেক চাপের মধ্যে এখানে সকলকে কাজ করতে হয়। তার মধ্যে কীভাবে মন ভালো থাকে তার জন্য যেমন এই উদ্যোগ। পাশাপাশি কীভাবে আরও ভালো কাজ করা সম্ভব হয়, তার জন্য মানসিক স্বাস্থ্যে নজর প্রয়োজন।
–
–
–
–
–
–
