Thursday, December 11, 2025

উত্তরপত্রে ‘এন্ড অফ লাইন’ সই বাধ্যতামূলক! কড়া নিয়ম আনল উচ্চ মাধ্যমিক সংসদ

Date:

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আরও কড়া নজরদারি। নির্বাচনী ডিউটির ধাঁচে নতুন নিয়ম চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পরীক্ষার্থী তার উত্তরপত্রের যে লাইন বা যে স্থানে লেখা শেষ করবেন, ইনভিজিলেটরকে ঠিক সেখানেই স্বাক্ষর করতে হবে। এতদিন খাতার শুরুতেই একবার সই করতেন গার্ডরা। কিন্তু সেই পুরনো প্রথা বদলে এবার কার্যকর হচ্ছে নতুন ‘এন্ড অফ লাইন’ নিয়ম।

সংসদ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার খাতা সংক্রান্ত আইনি জটিলতা ও নানা অভিযোগ এড়াতেই এই সিদ্ধান্ত। বহু ক্ষেত্রে দেখা যায়, ফলাফল আশানুরূপ না হলে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করেন বা আরটিআই দাখিল করেন। অভিযোগ ওঠে, লুজ শিট নাকি খাতা থেকে হারিয়ে গেছে বলেই নম্বর কম এসেছে। এই বিভ্রান্তি কাটাতেই পরীক্ষার্থীর লেখা ঠিক কোন জায়গায় শেষ হয়েছে, তার সুনির্দিষ্ট প্রমাণ রাখতেই ইনভিজিলেটরের এই সই বাধ্যতামূলক করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “এ বছর থেকেই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। ‘এন্ড অফ লাইন’ সই থাকা মানেই ওই স্থান পর্যন্তই পরীক্ষার্থী লিখেছেন—এরপর আর কোনও লেখা নেই।” জানা গিয়েছে, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষায় আনুষ্ঠানিকভাবে এই নিয়ম প্রয়োগ হবে। শিক্ষা মহলের দাবি, নতুন বিধান খাতা সংক্রান্ত অনিয়মের অভিযোগ অনেকটাই কমাবে। পরীক্ষাকেন্দ্রে স্বচ্ছতা ও জবাবদিহিও বাড়বে বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন – হ্যালো মোদিজি… ‘যতই করো SIR, এ বাংলা ফের মমতার’: বিজেপিকে কটাক্ষ করে ফের গান দেবাংশুর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরিস্থিতির দোহাই: তাজপুর বন্দর থেকে সরে যাওয়া নিয়ে সৌগতকে বার্তা আদানির

শর্ত পূরণ না করায় রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে বাদ দিয়েছিল আদানি গোষ্ঠীকে। কিন্তু...

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণে জট! সব পক্ষকে ফের বৈঠকে বসার নির্দেশ হাই কোর্টের

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণের দীর্ঘস্থায়ী জট কাটাতে ফের বৈঠকে বসতে হবে রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব দফতরকে—এমনই নির্দেশ...

এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন! কৃষ্ণনগরের সভা থেকে শাহকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বিজেপি...

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন: আওয়ামি লীগকে ছাড়াই পড়শি দেশে ভোট!

নির্বাচন ঘোষণা করে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। চলতি ডিসেম্বরেই দামামা বেজে গেল সেই নির্বাচনের। ২০২২ সালে এরকমই একটি...
Exit mobile version