উচ্চমাধ্যমিক পরীক্ষা (higher secondary exam) নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ। চতুর্থ সেমিস্টারের (4th semester examination of Higher Secondary) পরীক্ষার্থীরা সংসদের দেওয়া উত্তরপত্রের যে পাতায় লেখা শেষ করবেন, তার একেবারে নিচে পরীক্ষক বা ইনভিজিলেটরের সই বাধ্যতামূলক করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। পাশাপাশি জানিয়ে দেওয়া হল পরীক্ষার্থীদের কোন বাড়তি পাতা দেওয়া হবে না। জানা গেছে চতুর্থ সেমিস্টারে ২ নম্বর বা ৩ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। ৪ নম্বর বা ৫ নম্বরের প্রশ্ন খুব একটা বেশি থাকছে না। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মনে করছে পরীক্ষার্থীদের যে উত্তরপত্র দেওয়া হবে সেখানেই পর্যাপ্ত পাতা রয়েছে। এর বাইরে কোনও লুজ শিটের প্রয়োজন হবে না।
উত্তরপত্রের শেষে ইনভিজিলেটরের সই করার প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষার সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানান, “এ বছর থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। যাকে বলা হয় এন্ড অফ লাইন।ইনভিজিলেটর সই করা মানেই এরপর আর কোনও লেখা নেই। আইনি জটিলতার কারণেই এই পদক্ষেপ।” এখানেই শেষ নয়, সংসদ (WBCHSE) মনে করছে পরীক্ষায় মনোমতো নম্বর না পেয়ে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করলে সেক্ষেত্রে অনেক বেশি পাতায় উত্তর লেখা হয়েছিল বলে দাবি করা হয়। তখন খাতা থেকে কোন পাতা হারিয়ে গেছে কিনা বা ছিড়ে গেছে কিনা সেটা প্রমাণ করতে হিমশিম খেতে হয় বোর্ডকে। তাই লুজ শিট না থাকলে এই ঝক্কি এড়ানো যাবে। এবছর পরীক্ষকের সঙ্গে যদি কোনও পরীক্ষার্থী দুর্ব্যবহার করেন সে ক্ষেত্রে তাঁকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন সংসদ-সভাপতি। ছয়টি বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয়ের পরীক্ষায় এরকম কোনও ঘটনা ঘটলে এ বছরের মতো পুরো পরীক্ষা বাতিল হয়ে যাবে অভিযুক্ত পরীক্ষার্থীর। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটলে সরাসরি স্কুলকে জরিমানা করা হবে।
–
–
–
–
–
–
–
–
