Tuesday, December 30, 2025

দলে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মার! চাঞ্চল্যকর ঘটনা ভারতীয় ক্রিকেটে

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটে চাঞ্চল্যকর ঘটনা। দলে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মারধর ক্রিকেটারদের। ঘটনাটি ঘটেছে পন্ডিচেরিতে(pondicherry)।  অনূর্ধ্ব-১৯ দলের কোচ বেঙ্কটরমন(S Venkataraman)। অভিযোগ, তিনজন ক্রিকেটার সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে সুযোগ পাননি। সেই ‘রাগ’ থেকেই বেঙ্কটরমনকে ব্যাট দিয়ে প্রচন্ড মারধর করেন।

ঘটনাটি ঘটেছে ৮ ডিসেম্বরে। সেদিন নেটে অনুশীলন করাচ্ছিলেন  বেঙ্কটরমন(S Venkataraman), সেই সময় কার্তিকেয়ন, অরবিন্দরাজ এবং সন্তোষ কুমার এই ক্রিকেটার আসেন, তাঁকে ব্যাট দিয়ে বেধাড়ক মারধর করেন। কোচের কপালে ২০টি সেলাই পড়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। খবর পৌঁছে গিয়েছে বিসিসিআইতেও।তিন ক্রিকেটারের বিরুদ্ধে সেদারাপেট থানায় অভিযোগ দায়ের হয়েছে।স্থানীয় সেদরাপেট থানায় অভিযোগ জানিয়েছেন বেঙ্কটরামন।

কোচ বেঙ্কটরমনের বক্তব্য, পন্ডিচেরির ক্রিকেট ফোরামের সম্পাদক জি চন্দ্রনের উসকানিতেই তিন ক্রিকেটার তাঁকে আক্রমণ করেন।  সাব-ইনস্পেক্টর এস রাজেশ বলেছেন, “বেঙ্কটরমনের কপালে ২০টি সেলাই পড়েছে। এখন স্থিতিশীল। তিন ক্রিকেটারই পালিয়েছে। আমরা ওদের খোঁজার চেষ্টা করছি।”

অনূর্ধ্ব-১৯ দলের অস্বীকার করেছে পন্ডিচেরি ক্রিকেটার্স ফোরামের প্রেসিডেন্ট সেন্থিল কুমারান। তিনি বলেন, ‘বেঙ্কটরামনের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ উঠেছিল। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে একাধিকবার দুর্ব্যবহার ও তাদের গালিগালাজ করেছিলেন তিনি।

বোর্ড সচিব দেবজিত সাইকিয়া অবশ্য জানিয়েছেন, সংবাদ মাধ্যমের প্রতিবেদনে গুরুত্বপূর্ণ অভিযোগ তোলা হয়েছে। বোর্ড সব দিক খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেবে।

spot_img

Related articles

সবুজ সাথীর জোরদার প্রস্তুতি! ১০ লক্ষ সাইকেল কিনছে রাজ্য

রাজ্যের নবম শ্রেণির পড়ুয়াদের জন্য ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় ১০ লক্ষ সাইকেল কেনার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার।...

হাই কোর্টের নির্দেশে রাজ্যজুড়ে মেয়েদের স্কুলে বিশেষ স্বাস্থ্য শিবির

কলকাতা হাই কোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের শুরু থেকেই রাজ্যের মেয়েদের স্কুলে বিশেষ স্বাস্থ্য সচেতনতা...

নতুন বছরেই শুরু সংস্কারের কাজ, ইস্ট-মোহনের যুবভারতীতে আইএসএল খেলা নিয়ে সংশয়

গত ১৩ ডিসেম্বর মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলার জেরে ক্ষতিগ্রস্থ হয় যুবভারতী ক্রীড়াঙ্গন (Yubhabharati)। মাঠের টার্ফ থেকে গ্লাল্যারির বেশিরভাগ...

বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর খরচে লাগাম! কড়া নির্দেশ DGHS-এর 

বেসরকারি হাসপাতালগুলিতে ভেন্টিলেটর ও আইসিইউ পরিষেবার আকাশছোঁয়া খরচ এবং অস্বচ্ছ সিদ্ধান্তের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ...