নতুন বছরের শুরুতেই কলকাতার সংগীত প্রেমীদের জন্য সুখবর। প্রায় এক যুগের বেশি সময় ধরে যাঁর অপেক্ষা করছিল মহানগরী এবার জানুয়ারির ১১ তারিখেই তাঁর সংস্কৃতির শহরে আগমন। প্রায় তেরো বছর পর কলকাতায় শো করতে আসছেন এ আর রহমান (AR Rahman)। টানা ৫ ঘণ্টার মিউজিকাল শো করবেন তিনি। যদিও কোথায় অনুষ্ঠান হবে তা এখনও স্পষ্ট নয়।
২০১২ সালে শেষবার কল্লোলিনীতে অনুষ্ঠান করেছিলেন অস্কারজয়ী সুরকার। চার বছর তিনের পর ২০১৫ সালে একবার এসেছিলেন বটে কিন্তু সেটা ছিল সম্পূর্ণ অন্য এক ইভেন্ট।দক্ষিণী ছবি থেকে হিন্দি ছবির হয়েও হলিউডেও অটুট রহমান ম্যাজিক। তাই খুব স্বাভাবিকভাবেই প্রিয় শিল্পী অনুষ্ঠানে যে যথেষ্ট দর্শক সমাগম হবে তা বলাই বাহুল্য। কানাঘুষা শোনা যাচ্ছে অ্যাকোয়াটিকাতে এই মিউজিকাল ইভেন্টের আয়োজন করা হতে পারে। যদিও তারিখ চূড়ান্ত হলেও ভেন্যু সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না।

–

–

–

–

–

–

–

–
–


