Thursday, December 11, 2025

ইথানল কারখানা থেকে জমিতে দূষণ ছড়াবে: রাজস্থানে প্রতিবাদী কৃষকদের পুলিশের মার!

Date:

এলাকায় ইথানল কারখানা হলে চাষের খেতে দূষণ ছড়াবে। জল দূষিত হবে। দীর্ঘ এক বছর ধরে রাজস্থানের হনুমানগড় জেলার কৃষকরা এর প্রতিবাদ করলেও কান দেয়নি রাজস্থানের বিজেপি শাসক। এবার ইথানল কারখানা ভাঙার উদ্যোগ নিলে কৃষকদের উপর লাঠিচার্জ (lathi charge) করে রাজস্থান পুলিশ (Rajasthan police)। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ-কৃষক সংঘর্ষে উত্তপ্ত হনুমানগড়ের (Hanumangarh) টিব্বি। পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ৫০ কৃষক।

রাজস্থানের হনুমানগড়ের টিব্বিতে ইথানল কারখানা (ethanol factory) তৈরি হওয়ার পরিকল্পনা শুরু হতেই প্রতিবাদ শুরু করে কৃষকরা। সম্প্রতি ফের কৃষকদের জোট বাঁধার প্রক্রিয়া শুরু হয় ইথানল কারখানা (ethanol factory) তৈরির কাজ শুরু হওয়ায়। টিব্বিতে একটি মহাপঞ্চায়েত আয়োজন করে কৃষকরা জোটবদ্ধ আন্দোলনের পথে নামলে পঞ্জাবের কৃষকরাও তাতে যোগ দেয়। বৃহস্পতিবার সকালে কারখানা এলাকায় কৃষকদের (farmers) জমায়েত হতেই পুলিশি তৎপরতা শুরু হয়। কৃষকদের উপর লাঠিচার্জ (lathi charge) থেকে কাঁদানে গ্যাসের সেল (tear gas cell) ফাটানো হয়। আহত হন বহু কৃষক।

এরপরই ক্ষোভে ফেটে পড়ে কৃষকরা। কারখানার ভিতর ঢুকে কারখানার সম্পত্তি লুট থেকে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কমপক্ষে ১০ টি গাড়িতে আগুন লাগানো হয়। ভাঙা হয় বুলডোজার। ট্রাক্টর দিয়ে কারখানার পাঁচিল ভেঙে ঢুকে পড়ে কৃষকরা।

আরও পড়ুন : চাপে পড়েছে বিজেপি! সংসদে এবার গালাগালি অমিত শাহর

এলাকায় বিক্ষোভ থামাতে দ্রুত ইন্টারনেট বন্ধের (internet ban) নির্দেশ জারি করে বিজেপি শাসক। সেই সঙ্গে এলাকায় জারি করা হয় ১৬৩ ধারা। তবে কৃষকরা প্রতিবাদে অনড়। তাঁদের দাবি এই কারখানা (ethanol factory) এখানে তৈরি হলে তাঁদের ভবিষ্যৎ সংকটে পড়বে। ভবিষ্যৎ সুরক্ষিত করতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তাঁরা।

Related articles

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক অভিযুক্ত লুথরা ভাইরা: সূত্র 

গোয়া নৈশকালীন রেস্তোরাঁর অগ্নিকাণ্ডের (Goa night club fire incident) ঘটনায় এবার আটক করা হল মূল অভিযুক্ত সৌরভ ও...

দেশভাগে রবীন্দ্রনাথ! বাংলায় গিয়ে একথা বলুন ক্ষমতা থাকলে, রাজ্যসভায় বিজেপিকে চ্যালেঞ্জ ঋতব্রতর 

বাংলার মনীষীদের অপমানের বিরুদ্ধে বুধবার প্রতিবাদের ঝড় বইয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  বন্দে মাতরম্ গানের...

মা সারদার জন্মতিথি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

আজ শ্রীশ্রী মা সারদার ১৭৩ তম জন্মতিথি (Sri Sri Sarada Devi birth anniversary)। লক্ষ লক্ষ ভক্তদের কাছে অতি...

ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় গ্রেফতার ৩

রবিবার খাস কলকাতার বুকে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করায় দুই বিক্রেতাকে মারধর ও শারীরিকভাবে হেনস্থা করা...
Exit mobile version