রবিবার খাস কলকাতার বুকে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করায় দুই বিক্রেতাকে মারধর ও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল। অভিযোগ উঠেছিল বিজেপির (BJP) কিছু উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে এবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম, সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী। প্রত্যেকেই বিজেপি কর্মী বলে জানা গেছে। এই ঘটনায় প্যাটিস বিক্রেতা শেখ রেয়াজুল প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘গ্রেফতার হওয়ার খবর পেয়েছি। খুব ভালো হয়েছে। এই ধরনের বিদ্বেষ বন্ধ হওয়া দরকার। আমি ওদের অনুরোধ করেছিলাম খাবার জিনিস নষ্ট না করতে, ওরা শোনেনি।’
গত ৭ ডিসেম্বর ব্রিগেডের মাঠে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। রাজ্যপাল থেকে শুরু করে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা ছিলেন সেখানে। অভিযোগ ‘আমিষ খাবার’ বিক্রি করার জন্য ২ চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর ও শারীরিকভাবে হেনস্থা করা হয়। আক্রান্ত শেখ রেয়াজুল ও মহম্মদ সালাউদ্দিন ময়দান থানায় (Maidan Police Station) লিখিত অভিযোগ করেন। এফআইআরের ভিত্তিতে তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করল পুলিশ।
–
–
–
–
–
–
–
–
