বিশ্বকাপ জয়ের পর থেকে যেন ঝড় বয়ে গেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) জীবনে। সব থেকে সুখের সময়টাই পরিণত হয়েছে চরম অস্বস্তি, বিষাদ আর খারাপ অভিজ্ঞতায়। কিন্তু যিনি ২২ গজের ‘ক্যুইন’ তাঁকে ব্যক্তিগত কোনও কিছুই যে খুব বেশি করে প্রভাবিত করতে পারে না তা স্পষ্ট করলেন স্মৃতি (SM)। বিয়ে ভাঙ্গার পর প্রথমবার জনসমক্ষে এসে অকপটে বললেন নিজের ‘প্রকৃত ভালবাসা’র কথা। বুধবার একটি অনুষ্ঠানে অধিনায়ক হরমনপ্রীত করের সঙ্গে স্বমহিমায় দেখা গেল বিশ্বজয়ী ক্রিকেটারকে।
সোশ্যাল মিডিয়াতে স্মৃতি আগেই জানিয়েছিলেন, বিয়ের প্রসঙ্গ নিয়ে আর কোন কথা বলতে চান না। তাঁর লক্ষ্য শুধুই ক্রিকেট। দেশের জন্য একের পর এক ট্রফি জিততে মনোনিবেশ করতে চান তিনি। এবার তা বুঝিয়ে দিলেন বুধবারে রাজধানীর এক অনুষ্ঠানে। সতীর্থর সঙ্গে সেখানে উপস্থিত হয়ে হাসিমুখে বিশ্বজয়ী ক্রিকেটার বলেন, “আমার মনে হয় না ক্রিকেটের চেয়ে বেশি আর কিছু ভালবাসি। ভারতের জার্সিই আমাদের মোটিভেট করে। সমস্ত সমস্যা একপাশে সরিয়ে রেখে একটা বিষয়েই ফোকাস করি।”
অনুষ্ঠানে হরমনকে জড়িয়ে ধরতে দেখা গেছে স্মৃতিকে। প্রিয় ক্রিকেটারকে এভাবে দেখে খুশি অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া জুড়ে এই মিষ্টি মুহূর্তেই ছবি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। পলাশের স্মৃতি মুছে মান্ধানার লক্ষ্য আসন্ন শ্রীলঙ্কা সিরিজ জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও যে মনে মনে শুরু করে দিয়েছেন সেটাও বোঝা গেল তাঁর হাবেভাবে। লং গাউনে স্মৃতির মুখে চেনা হাসি দেখে স্বস্তিতে তাঁর ফ্যানেরা।
–
–
–
–
–
–
–
–
