Saturday, January 3, 2026

প্রীতি ম্যাচে পন্ড ফুটবল, মেসির সঙ্গে ছবি তুলেই আনন্দে আত্মহারা প্রাক্তনীরা

Date:

Share post:

ফুটবলের রাজপুত্র এলেন ভারতীয় ফুটবলের মক্কায়। কিন্তু তাঁর পায়ের যাদু দেখা থেকেই বঞ্চিতই থাকল যুবভারতী, মেসিও (Messi) দেখতে পেলেন না কলকাতা ফুটবলের কোনও ঝলক। মোহনবাগান ও ডায়মন্ডহারবার দলের প্রীতি ম্যাচ একটা হল কিন্ত কেন হল, কী জন্য হল সেটা নিয়েই বড় প্রশ্ন।

পূর্ব নির্ধারিত সূচি মেনে মেসি(Messi) স্টেডিয়ামে ঢোকার কিছুক্ষণ আগেই শুরু হল মোহনবাগান ও ডায়মন্ডহারবার দলের প্রীতি ম্যাচ। দুই দলেই বর্তমান কোনও ফুটবলার ছিলেন না। প্রাক্তনীদের ম্যাচে সবুজ মেরুন জার্সিতে নামলেন দীপেন্দু, সংগ্রাম, শিল্টন, বাসুদেব, দীপক মণ্ডলরা। অন্যদিকে ডায়মন্ডহারবারের জার্সিতে দেখা গেল দীপঙ্কর, রফিকদের। মেসিকে সম্মান জানিয়ে দুই দলের ফুটবলাররা ১০ নম্বর জার্সি পড়ে খেললেন, দুই দলের জার্সিতে মেসির ছবি। দুই দলে খেললেন ১৪ জন করে ফুটবলার।

 

প্রীতি ম্যাচে ছিল না কোনও আর্কষণ, দুই দলের ফুটবলারদের মনোভাব দেখে বোঝা যাচ্ছিল, তারা মাঠে খেলতে নেমেছেন শুধুমাত্রই মেসির সঙ্গে ছবি তোলার জন্যই। তাদের খেলার প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। খেললেন কম সময় কাটালেন বেশি। মিস পাস থেকে গোল নষ্টের প্রদর্শনী দেখলেন দর্শকরা। রীতিমতো দর্শকদের বিরক্তি উপহার দিলেন ফুটবলাররা।

কথা ছিল প্রীতি ম্যাচ কিছুক্ষণ দেখবেন মেসি। কিন্তু মেসির গাড়ি স্টেডিয়ামে ঢুকতেই হঠাত করেই বন্ধ হয়ে গেল ম্যাচ।  মেসির সঙ্গে ছবি তোলার জন্য হামলে পড়লেন প্রাক্তনীরা। অনেকে অটোগ্রাফ নিয়ে আত্মহারা হলেন, কেউ আবার নিয়ম ভেঙে পা জড়িয়ে ধরলেন। মেসি-সুয়ারেজরা নিজের চোখে একঝলকও দেখলেন না ম্যাচ। ফুটবলের রাজপুত্রের সামনে কলঙ্কিত হল ফুটবলই।

spot_img

Related articles

কারচুপি ফাঁসে সফটওয়্যার-তোপ অভিষেকের: পিঠ বাঁচাতে জেলাশাসকদের FIR-নির্দেশ কমিশনের!

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় রাজ্য প্রশাসনের আধিকারিকদের কাঁধে বন্দুক রেখে সরকারি কর্মীদের মাঠে নামিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে তৎপর নির্বাচন...

শনিবার আলিপুরদুয়ারে অভিষেক: কথা বলবেন ৬১ চা-বাগানের শ্রমিকদের সঙ্গে

নির্বাচনের পারদ যত চড়ছে, শীতের সকালে বিজেপি ও বিরোধীদের কপালে ঘাম ছুটিয়ে তত সুর চড়াচ্ছে বাংলার শাসকদল তৃণমূল...

প্রয়াত শতায়ু দানশীল চুনীলাল পাল

চলে গেলেন শতায়ু দানশীল মহাত্মা চুনীলাল পাল (Chunilal Paul)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৫ বছর। এক কথায় তিনি ছিলেন...

মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে ১১ জনের মৃত্যু: শাহর ‘সোনার বাংলা’কে কটাক্ষ অভিষেকের

বাংলায় শাসন করতে এলেই নাকি বাংলাকে ‘সোনার বাংলা’ করে তুলবে বিজেপি। অত্যন্ত বিকৃত উচ্চারণে দুদিন আগেই বাংলা এসে...