বুকের মধ্যে মেসি। আর সেই রাজপুত্র আসছেন প্রতিবেশী দেশ ভারতে। এ সুযোগ হাতছাড়া করতে চাননি নেপালের (Nepal) আয়ুষ। কিন্তু ভারতের একাধিক শহরে বসছে মেসিকে বরণ করে নেওয়ার আসর। তার মধ্যে থেকে শুধুমাত্র কলকাতাকেই বেছে নিলেন আয়ুষ। কলকাতাই (Kolkata) তাঁর প্রিয় শহর। তাই ভোর থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে প্ল্যাকার্ড (placard) হাতে সেই বার্তা মেসি-ভক্ত আয়ুষ আরিয়ালের (Ayush Ariyal)।
নেপালের সেনজা (Senja) উপত্যকার বাসিন্দা আয়ুষ আরিয়াল। কলকাতা লিওনেল মেসি (Lionel Messi) আসছেন শুনে পরিবারের কাছে আবদার করেন সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার। বাবা, মা, দাদার থেকে মেলে অনুমতি। সেই মতো শুক্রবারই শহরে পৌঁছে যান আয়ুষ। শনিবার ভোর থেকে শহরের মেসি ভক্তদের পাশাপাশি আয়ুষকে দেখা যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে।

কলকাতায় পৌঁছে মেসি দর্শনের আগে আয়ুষ জানান, আমি ভীষণ খুশি। আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। ছোটবেলা থেকে মেসির ভক্ত। তাঁকে দেখতে পাওয়া একটা লাইফ টাইম সুযোগ (life-time opportunity)। রাত জেগে মেসির খেলা দেখা, মেসির পরাজয় এবং জয় – সবেতে আবেগপ্রবণ হয়ে পড়া, সব অভিব্যক্তি জানান আয়ুষ।

আরও পড়ুন : মেসি জ্বরে কাঁপছে মহানগর: যুবভারতীতে এক জার্সিতে আর্জেন্টিনার সঙ্গে ইস্ট-মোহন

কিন্তু কেন কলকাতা? তার উত্তরে আয়ুষের স্পষ্ট দাবি, কলকাতায় (Kolkata) প্রথমবার এলাম। এই শহরকে আমি খুব ভালবাসি। মেসিকে (Lionel Messi) দেখার জন্য এই শহরকেই বেছে নিলাম। কারণ এই শহরকে আমি ভালোবাসি। এখানকার মানুষকে আমি খুব পছন্দ করি। এখানকার মেসি ভক্তদের আমার খুব ভালো লাগে। এখানকার মেসি ভক্তরা অনেক বড় ভক্ত। তাই দিল্লি, মুম্বইয়ের বদলে কলকাতাকেই বেছে নিয়েছি আমি।

–

–

–

–

–


