জয়িতা মৌলিক
ফুটবলের রাজপুত্র এসেছেন ভারতের ফুটবল মক্কায়। মেসি জ্বরে কাঁপছে কলকাতা। শুক্রবার, এখানেই বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবেন লিওনেল মেসি। আর সেটা দেখতে ভোর তিনটে থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা। যুবভারতীর বাইরে দেদার বিকোচ্ছে জার্সি আর রিস্ট ব্যান্ড। এখানে একই জার্সিতে এক দিকে মোহনবাগান বা ইস্টবেঙ্গল আর একদিকে আর্জেন্টিনা।
১৪ বছর পরে আবার কলকাতায় পা রাখলেন বিশ্বকাপ ফুটবল তারকা। এর আগে এসেছিলেন ২০১১-র সেপ্টেম্বরে। সেবার অবশ্য তিনি বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন না। এবার তাই উন্মাদনা তুঙ্গে।
যুবভারতীর বাইরে কাতারে কাতারে মেসি-ভক্তরা। বেশিরভাগের গায়েই আর্জেন্টিনার জার্সি। কারও কারও মুখে নীল-সাদা ফেস পেন্ট। আর সবার গলায় শুধু G.O.A.T-এর নাম।
আরও পড়ুন : গভীর রাতে রাজপুত্রের আগমন, আবেগে-স্লোগানে তিলোত্তমার মেসি বরণ
তবে অবাক করে বিকোচ্ছে একই জার্সিতে এক দিকে মোহনবাগান বা ইস্টবেঙ্গল আর একদিকে আর্জেন্টিনা। বাংলার ফুটবল ক্লাবের ভক্তরা পছন্দ মতো জার্সি গায়ে চাপিয়েছেন। বাংলায় সবুজ-মেরুন বা লাল-হলুদ আর বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা আর মেসি। তবে মাঝে মাঝে শোনা যাচ্ছে রোনাল্ডোর নামও।
কলকাতায় দিনভর মেসি কী কী করবেন
* সকাল ৯.৩০ – হোটেলে স্পনসরদের সঙ্গে বৈঠক
* সকাল ১০.০০ – হোটেল থেকে মূর্তি উন্মোচন
* সকাল ১১.০০ – যুবভারতীতে মেসি। মেসি অলস্টার বনাম ডায়মন্ড হারবার অলস্টার ম্যাচ
* সকাল ১১.৩০ – যুবভারতীতে ‘গোট কনসার্ট’। উপস্থিত থাকবেন শাহরুখ খান
* বেলা ১২.০০ – যুবভারতীতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়
–
–
