Saturday, December 13, 2025

আওয়ামি লীগ জমানার শেষে বাংলাদেশে তারেকের প্রত্যাবর্তন: অসুস্থ মাকে দেখতে বড়দিনে ফিরছেন

Date:

চলতি মাসেই বাংলাদেশে ফিরছেন খালেদা-পুত্র তারেক রহমান। বড়দিনে ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার ঘোষণা করা হল বিএনপি-র (BNP) তরফে। দেশে ফেরার সংকেত দিয়েছেন তারেক রহমান (Tarek Rahman) নিজেও। মূলত প্রাক্তন বাংলাদেশ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে যাওয়ায় বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার তোড়জোড়।

শুক্রবার রাতে বিএনপি (BNP) মহাসচিব মির্জা ফকরুল আলমগির ঘোষণা করেন ২৫ ডিসেম্বর বাংলাদেশে (Bangladesh) ফিরছেন তারেক (Tarek Rahman)। দল তাঁকে স্বাগত জানাবে। সেই সঙ্গে দেশে ফিরে তারেক যে শুধুই মায়ের স্বাস্থ্যের জন্য ব্যস্ত হবেন তা নয়। মহাসচিবের কথায় স্পষ্ট, দেশের গণতান্ত্রিক পরিস্থিতিকে নতুন রূপ দিতে তারেকের বাংলাদেশে প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

ইতিমধ্যেই বাংলাদেশে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। চলছে মনোনয়ন পেশের প্রক্রিয়া। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার হাসপাতালে থাকায় বিএনপি-তে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতে তারেক যে উদ্যোগী হবেন বলাই বাহুল্য। তারেক যে শুধু নিজের ইচ্ছায় দেশে ফিরছেন না, তা তার সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট। তিনি জানান, মায়ের এই সংকটজনক পরিস্থিতিতে দেশে ফিরতে তিনি উদগ্রীব ছিলেন। কিন্তু এই সিদ্ধান্ত  ‘অবারিত’ ও ‘একক নিয়ন্ত্রনাধীন নয়’। অর্থাৎ দলের সম্মতি পেয়েই তিনি দেশে ফিরছেন।

আরও পড়ুন : ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন: আওয়ামি লীগকে ছাড়াই পড়শি দেশে ভোট!

২০১১ সাল থেকে আওয়ামি লীগ জমানায় একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে দেশছাড়া ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশ থেকেই দল পরিচালনা করছিলেন তিনি। ২০২৪ সালে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে ধীরে ধীরে তারেকের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ থেকে খালাস করা হয় তারেককে। এরপরই সম্ভাবনা তৈরি হয়েছিল তার দেশে ফেরার। মায়ের অসুস্থতার কারণে সেই দেশে ফেরা চলতি বড়দিনেই।

Related articles

মেসি ম্যানিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা: দুঃখপ্রকাশ করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

নজিরবিহীন বিশৃঙ্খলনা যুবভারতী ক্রীড়াঙ্গনে। আয়োজকদের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানে নিজে যোগ দিতে পারলেন না মুখ্যমন্ত্রী...

মেসি জ্বরে কাবু কলকাতায় ফুটবলের ঈশ্বর দর্শন আব্রামের, আর্জেন্টিয়ান তারকার সঙ্গে হাসিমুখে SRK

এক ফ্রেমে দুই তারকা। একজনের পায়ের প্যাঁচে বিপক্ষ নাস্তানাবুদ, অন্যজনের প্রেমের প্যাশনে ঘায়েল সব বয়সীরা। কিন্তু কলকাতা যখন...

উড়ে এলো বোতল – পালালেন সৌরভ, মাঠেই ঢুকলেন না শাহরুখ! শতদ্রু দত্তর নামে ক্ষোভ

ভোর রাত থেকে বিমানবন্দর থেকে যুবভারতী পর্যন্ত অপেক্ষা মেসি ভক্তদের। রাস্তার ধারে অগণিত ফুটবল প্রেমীরা ভিড় করেছিলেন এক...

মেসিকে দেখতে না পাওয়ার রাগ: চেয়ার ভেঙে, মাঠে ঢুকে বিশৃঙ্খলা মেসি-ভক্তদের!

যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা মেসি-ভক্তদের। এক বালতি জলে এক ফোঁটা চোনা পড়ে যাওয়ার মতো ফুটবল প্রেমীদের আচরণে লজ্জা...
Exit mobile version