Saturday, December 13, 2025

মেসিকে দেখতে না পাওয়ার রাগ: চেয়ার ভেঙে, মাঠে ঢুকে বিশৃঙ্খলা মেসি-ভক্তদের!

Date:

যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা মেসি-ভক্তদের। এক বালতি জলে এক ফোঁটা চোনা পড়ে যাওয়ার মতো ফুটবল প্রেমীদের আচরণে লজ্জা বাড়ল শহরের। লিওনেল মেসিকে (Lionel Messi) ঠিক করে দেখতে না পাওয়ার কারণে মাঠে জলের বোতল থেকে চেয়ার ছোঁড়ার ঘটনা ঘটল। নির্দিষ্ট সময়ে আগেই মাঠ ছাড়লেন মেসি। নজিরবিহীন বিশৃঙ্খলার অভিযোগ, ক্ষোভে ফেটে পড়লেন মেসি-ভক্তরা। দূর দূরান্ত থেকে বিপুল টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে না দেখতে পেয়ে এক নজিরবিহীন দিনের সাক্ষী থাকল শহর কলকাতা।

বেলা ১১.৩০ নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছন লিওনেল মেসি। এরপরই গ্যালারিতে দর্শকদের মধ্যে শুরু হয় উন্মাদনা। মেসি প্রীতি ম্যাচের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর পরে দর্শকদের উদ্দেশ্যেও হাত নাড়েন। তবে মাঠের একদিকে গেলেও অন্যদিকের দর্শকরা খুব দূর থেকে মেসিকে দেখতে পান। এমনকি অনেক জায়গা থেকে মেসিকে দেখতে না পাওয়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন : কলকাতায় মেসি, শুধু সেই কারণেই নেপাল থেকে ছুটে এলেন ভক্ত

এই পরিস্থিতিতে একদল দর্শক মাঠে জলের বোতল ছোঁড়া শুরু করে। আর তাতেই পরিস্থিতি খারাপ চেহারা নেয়। বেগতিক দেখে মেসিকে আয়োজকরা বের করে দেন মাঠ থেকে। মাত্র ১৫ মিনিট মাঠে থাকতে পারেন তিনি। এরপরই নির্দিষ্ট সময়ের আগে মেসি মাঠ ছেড়ে চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। কেউ গ্যালারিতে লাগানো প্ল্যাকার্ড ভেঙে ছিঁড়ে হাঙ্গামা চালান। অনেকে যুবভারতীর চেয়ার ভেঙে মাঠের দিকে ছুঁড়তে থাকে। এরপর একদল মাঠে ঢুকে অনুষ্ঠানের মঞ্চ, টেন্ট ভেঙে তাণ্ডব চালায়।

Related articles

আজ দুপুর থেকে টানা ৪দিন বন্ধ তারাতলা ফ্লাইওভার, বিকল্প জানাল পুলিশ

রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দুপুর সাড়ে তিনটে থেকে আগামী ৪ দিনের জন্য বন্ধ হতে চলেছে তারাতলা ফ্লাইওভার (Taratala...

মেসি ম্যানিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা: দুঃখপ্রকাশ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

নজিরবিহীন বিশৃঙ্খলনা যুবভারতী ক্রীড়াঙ্গনে। আয়োজকদের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানে নিজে যোগ দিতে পারলেন না মুখ্যমন্ত্রী...

মেসি জ্বরে কাবু কলকাতায় ফুটবলের ঈশ্বর দর্শন আব্রামের, আর্জেন্টিয়ান তারকার সঙ্গে হাসিমুখে SRK

এক ফ্রেমে দুই তারকা। একজনের পায়ের প্যাঁচে বিপক্ষ নাস্তানাবুদ, অন্যজনের প্রেমের প্যাশনে ঘায়েল সব বয়সীরা। কিন্তু কলকাতা যখন...

উড়ে এলো বোতল – পালালেন সৌরভ, মাঠেই ঢুকলেন না শাহরুখ! শতদ্রু দত্তর নামে ক্ষোভ

ভোর রাত থেকে বিমানবন্দর থেকে যুবভারতী পর্যন্ত অপেক্ষা মেসি ভক্তদের। রাস্তার ধারে অগণিত ফুটবল প্রেমীরা ভিড় করেছিলেন এক...
Exit mobile version