যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা মেসি-ভক্তদের। এক বালতি জলে এক ফোঁটা চোনা পড়ে যাওয়ার মতো ফুটবল প্রেমীদের আচরণে লজ্জা বাড়ল শহরের। লিওনেল মেসিকে (Lionel Messi) ঠিক করে দেখতে না পাওয়ার কারণে মাঠে জলের বোতল থেকে চেয়ার ছোঁড়ার ঘটনা ঘটল। নির্দিষ্ট সময়ে আগেই মাঠ ছাড়লেন মেসি। নজিরবিহীন বিশৃঙ্খলার অভিযোগ, ক্ষোভে ফেটে পড়লেন মেসি-ভক্তরা। দূর দূরান্ত থেকে বিপুল টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে না দেখতে পেয়ে এক নজিরবিহীন দিনের সাক্ষী থাকল শহর কলকাতা।
বেলা ১১.৩০ নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছন লিওনেল মেসি। এরপরই গ্যালারিতে দর্শকদের মধ্যে শুরু হয় উন্মাদনা। মেসি প্রীতি ম্যাচের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর পরে দর্শকদের উদ্দেশ্যেও হাত নাড়েন। তবে মাঠের একদিকে গেলেও অন্যদিকের দর্শকরা খুব দূর থেকে মেসিকে দেখতে পান। এমনকি অনেক জায়গা থেকে মেসিকে দেখতে না পাওয়ার অভিযোগ ওঠে।
আরও পড়ুন : কলকাতায় মেসি, শুধু সেই কারণেই নেপাল থেকে ছুটে এলেন ভক্ত
এই পরিস্থিতিতে একদল দর্শক মাঠে জলের বোতল ছোঁড়া শুরু করে। আর তাতেই পরিস্থিতি খারাপ চেহারা নেয়। বেগতিক দেখে মেসিকে আয়োজকরা বের করে দেন মাঠ থেকে। মাত্র ১৫ মিনিট মাঠে থাকতে পারেন তিনি। এরপরই নির্দিষ্ট সময়ের আগে মেসি মাঠ ছেড়ে চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। কেউ গ্যালারিতে লাগানো প্ল্যাকার্ড ভেঙে ছিঁড়ে হাঙ্গামা চালান। অনেকে যুবভারতীর চেয়ার ভেঙে মাঠের দিকে ছুঁড়তে থাকে। এরপর একদল মাঠে ঢুকে অনুষ্ঠানের মঞ্চ, টেন্ট ভেঙে তাণ্ডব চালায়।
–
–
–
–
–
