রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দুপুর সাড়ে তিনটে থেকে আগামী ৪ দিনের জন্য বন্ধ হতে চলেছে তারাতলা ফ্লাইওভার (Taratala Flyover)। জানা গেছে সেতুর ভারবহনের ক্ষমতা পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিডব্লিউডি (PWD) ও কলকাতা পুলিশের (Kolkata Police)তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এদিন দুপুর তিনটে ৩০ মিনিট থেকে বন্ধ রাখা হবে সেতুটি। কাজ চলবে ১৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময় ভোগান্তি এড়াতে বিকল্প রাস্তার কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
২০০৬ সালে ৫৪০ মিটার দীর্ঘ তারাতলা উড়ালপুলটি নির্মাণ করা হয়। লক্ষ্য ছিল ডায়মন্ড হারবার রোডের যানজট কাটানো। ২০১০ সালে একবার ব্রিজে ফাটল দেখা দিলে বেহালাগামী যান চলাচল বন্ধ করা হয়। এবার অবশ্য সেতুর লোড টেস্টিংয়ের জন্য ৪ দিন বন্ধ রাখা হচ্ছে। পুলিশের তরফে এই সময়ে তারাতলা ক্রসিং এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেতু বন্ধ থাকাকালীন বেহালা থেকে আলিপুরের দিকে আসা গাড়িগুলিকে করুণাময়ী সেতু হয়ে যেতে পারবে। আলিপুর থেকে বেহালামুখী গাড়িগুলিকে দুর্গাপুর সেতু, হাইড রোড এবং নিউ আলিপুর হয়ে যেতে হবে।
–
–
–
–
–
–
–
–
–
