Saturday, December 13, 2025

উত্তাল সল্টলেক, শ্রীভূমিতে মেসি-মূর্তি উন্মোচনের সুষ্ঠু আয়োজন সুজিতের

Date:

শনির কলকাতায় দুই বিপরীত দৃশ্যের সাক্ষী থাকলেন মেসি অনুরাগীরা। একদিকে যখন বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতিতে বেসরকারী আয়োজক সংস্থার অপদার্থতায় যুবভারতী জুড়ে চরম বিশৃঙ্খলার ছবি দেখা গেল, তখন ঠিক তার কয়েক কিলোমিটার দূরে শ্রীভূমিতে ধরা পড়ল ৭০ ফুট উঁচু মেসির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে সুশৃঙ্খল ছবি। ‘ফুটবলের রাজপুত্র’কে এনেও শুধুমাত্র সঠিক ম্যানেজমেন্টের অভাবে মেসি ম্যাজিক দুঃস্বপ্নে পরিণত করলেন শতদ্রু দত্তরা (Shatadru Dutta)। অথচ রাজ্যের দমকলমন্ত্রীর অভিজ্ঞতা আর সঠিক পরিকল্পনার দক্ষতায় সপুত্র শাহরুখ খানের (Shahrukh Khan) উপস্থিতিতে লেক টাউনের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হল। যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে যে চূড়ান্ত অব্যবস্থা ও দর্শক-বিক্ষোভের সাক্ষী থাকল শহর, তার ঠিক উল্টো নজির পেশ করলেন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

মূর্তি উন্মোচনে সশরীরে এলএম টেনকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু বাকি তারকাদের উপস্থিতি ছিল ঝলমলে। যুবভারতীতে গোট ট্যুর ইন্ডিয়া-র (GOAT Tour India) মূল অনুষ্ঠান ভেস্তে যাওয়া, দর্শকদের ক্ষোভ, চেয়ার–বোতল ছোড়া, পুলিশি হস্তক্ষেপ সারাদিন ধরে খবরের শিরোনামে থাকলেও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে সময়ানুবর্তিতা আর ভিড় নিয়ন্ত্রণের ছবি ধরা পড়ল তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সুজিত বসু বারবার বলেছেন উৎসাহ থাকলেও কোনওরকমের ঝুঁকি নেওয়া যাবে না। এদিন সকালে সে কথার শ্রেষ্ঠ প্রতিফলন দেখা গেল। ভার্চুয়াল ভাবেই মূর্তির উন্মোচন করলেন মেসি। ছেলেকে নিয়ে হাজির বলিউড বাদশা। টলি তারকাদের উপস্থিতিও চোখে পড়ল। তবে সব অনুষ্ঠান ছিল একেবারে নির্ঝঞ্ঝাট। শাহরুখ খান এলেন, ছবি তুললেন, মেসির সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হলেন। কিন্তু কোথাও কোনও বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল না।

 

Related articles

লোক আদালত: সাধারণ মানুষের কণ্ঠস্বর, প্রত্যেকের জন্য সময়োচিত সমাধান-সহায়তার সুব্যবস্থা

লোক আদালত বন্ধুত্বপূর্ণ ও ঘরোয়া মঞ্চ- যেখানে বিরোধ বিবাদের মাধ্যমে নয় বরং সহমতের ভিত্তিতে সমাধান করা হয়। ভারতজুড়ে...

উদ্যোক্তাদেরই কোর্টেই বল ঠেলল এআইএফএফ-আইএফএ, যুবভারতীতে আইএসএল নিয়ে সংশয়!

ফুটবলের মক্কায় নজিরবিহীন বিশৃঙ্খলা। মেসি(Messi) ইভেন্টে চূড়ান্ত অব্যবস্থা। ঘটনার পরই ফেডারেশন, আইএফএ-র পক্ষ থেকে বিবৃতি দিয়ে দায় ঠেলা...

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাঠ দিল জৈবহাট, সচেতন করলেন পূর্ণেন্দু-দোলারা

বর্তমানে জীবনযাত্রার সঙ্গে বদলেছে আমাদের খাদ্যাভ্যাস। আগেকার সময়ে যে খাবার ছিল একমাত্র উপাদেয় এখন সেই খাবার দেখলেই নাক...

কলকাতা পর্ব পিছনে ফেলে নিজামের শহরে মেসি, রাত আটটায় শুরু অনুষ্ঠান

গোট ট্যুর ইন্ডিয়া-র (GOAT Tour India) অনুষ্ঠানে যোগ দিতে এবার কলকাতা পর্ব সেরে হায়দরাবাদে পৌঁছে গেলেন ফুটবলের রাজপুত্র।...
Exit mobile version