Saturday, December 13, 2025

প্রীতি ম্যাচে পন্ড ফুটবল, মেসির সঙ্গে ছবি তুলেই আনন্দে আত্মহারা প্রাক্তনীরা

Date:

ফুটবলের রাজপুত্র এলেন ভারতীয় ফুটবলের মক্কায়। কিন্তু তাঁর পায়ের যাদু দেখা থেকেই বঞ্চিতই থাকল যুবভারতী, মেসিও (Messi) দেখতে পেলেন না কলকাতা ফুটবলের কোনও ঝলক। মোহনবাগান ও ডায়মন্ডহারবার দলের প্রীতি ম্যাচ একটা হল কিন্ত কেন হল, কী জন্য হল সেটা নিয়েই বড় প্রশ্ন।

পূর্ব নির্ধারিত সূচি মেনে মেসি(Messi) স্টেডিয়ামে ঢোকার কিছুক্ষণ আগেই শুরু হল মোহনবাগান ও ডায়মন্ডহারবার দলের প্রীতি ম্যাচ। দুই দলেই বর্তমান কোনও ফুটবলার ছিলেন না। প্রাক্তনীদের ম্যাচে সবুজ মেরুন জার্সিতে নামলেন দীপেন্দু, সংগ্রাম, শিল্টন, বাসুদেব, দীপক মণ্ডলরা। অন্যদিকে ডায়মন্ডহারবারের জার্সিতে দেখা গেল দীপঙ্কর, রফিকদের। মেসিকে সম্মান জানিয়ে দুই দলের ফুটবলাররা ১০ নম্বর জার্সি পড়ে খেললেন, দুই দলের জার্সিতে মেসির ছবি। দুই দলে খেললেন ১৪ জন করে ফুটবলার।

 

প্রীতি ম্যাচে ছিল না কোনও আর্কষণ, দুই দলের ফুটবলারদের মনোভাব দেখে বোঝা যাচ্ছিল, তারা মাঠে খেলতে নেমেছেন শুধুমাত্রই মেসির সঙ্গে ছবি তোলার জন্যই। তাদের খেলার প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। খেললেন কম সময় কাটালেন বেশি। মিস পাস থেকে গোল নষ্টের প্রদর্শনী দেখলেন দর্শকরা। রীতিমতো দর্শকদের বিরক্তি উপহার দিলেন ফুটবলাররা।

কথা ছিল প্রীতি ম্যাচ কিছুক্ষণ দেখবেন মেসি। কিন্তু মেসির গাড়ি স্টেডিয়ামে ঢুকতেই হঠাত করেই বন্ধ হয়ে গেল ম্যাচ।  মেসির সঙ্গে ছবি তোলার জন্য হামলে পড়লেন প্রাক্তনীরা। অনেকে অটোগ্রাফ নিয়ে আত্মহারা হলেন, কেউ আবার নিয়ম ভেঙে পা জড়িয়ে ধরলেন। মেসি-সুয়ারেজরা নিজের চোখে একঝলকও দেখলেন না ম্যাচ। ফুটবলের রাজপুত্রের সামনে কলঙ্কিত হল ফুটবলই।

Related articles

শহরাঞ্চলেও আবাস যোজনায় গতি, দেড় লক্ষ নতুন বাড়ির প্রক্রিয়া শুরু 

রাজ্যের শহরাঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করতে উদ্যোগ আরও জোরদার করল সরকার। গ্রামাঞ্চলের...

কথায়-কাজে বিস্তর ফারাক, পরিকল্পনাহীন অনুষ্ঠানে ‘ফ্লপ’ শতদ্রু

কথা রাখলেন না শতদ্রু দত্ত( Satadru dutta), অনেক স্বপ্ন দেখিয়েছিলেন বাংলার ফুটবলপ্রেমীদের। পেলে-মারাদোনা-মার্টিনেজের পর কলকাতায় নিয়ে এলেন মেসিকেও।...

উত্তাল সল্টলেক, শ্রীভূমিতে মেসি-মূর্তি উন্মোচনের সুষ্ঠু আয়োজন সুজিতের

শনির কলকাতায় দুই বিপরীত দৃশ্যের সাক্ষী থাকলেন মেসি অনুরাগীরা। একদিকে যখন বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতিতে বেসরকারী আয়োজক সংস্থার অপদার্থতায়...

“জয় শ্রীরাম” ধ্বনি, গেরুয়া পতাকা: যুবভারতীয় বিশৃঙ্খলার পিছনে কারা? উঠছে প্রশ্ন

জয়িতা মৌলিক ভারতের ফুটবলের মক্কায় এসেছিলেন বিশ্ব ফুটবলের (Football) রাজপুত্র। তাঁকে দেখতে ফুটবল প্রেমী বাঙালি উপচে পড়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে...
Exit mobile version