Saturday, December 13, 2025

SIR আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে, আত্মঘাতী মালদহের প্রৌঢ়!

Date:

সময় শেষ, অথচ এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়নি। পরিচিতরা ভয় দেখিয়েছিলেন এবার বোধহয় বাংলাদেশে চলে যেতে হবে। আতঙ্কে আত্মঘাতী হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ৫২ বছরের আবুল কালাম (Abul Kalam)। শনিবার ভোরে নিজের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Maldah Medical College) পাঠানো হয়েছে।

বিজেপির কথায় অপরিকল্পিত ভাবে স্পেশ্যাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন। তারপর থেকেই একের পর এক মৃত্যুর খবর রাজ্যে। কখনও আতঙ্কে আত্মঘাতী সাধারণ মানুষ আবার কখনও কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন BLO। তবুও টনক নড়েনি কমিশনের। ক্রবার রাতেই মালদহে বরকত শেখ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। পরিবারের দাবি, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটির কারণে বরকত চিন্তায় ছিলেন। তার জেরেই মর্মান্তিক পরিণতি। এবার শনির ভোরে আরও এক মৃত্যুর খবর। মালদহের আবুলের ভোটার কার্ড এবং আধার কার্ড ছিল না। তাই এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবা-মায়ের নামও ছিল না। স্থানীয় সূত্রে খবর, অনেক বছর ধরে আবুল জয়পুরের এক হোটেলে কাজ করতেন। বছর খানেক ধরে বাড়িতেই ছিলেন। ডকুমেন্ট না থাকায় সময়মতো এনুমারেশন ফর্ম ফিল আপ করতে না পাড়ায় দেশ ছাড়া হওয়ার আতঙ্কে ভুগছিলেন। ডিটেনশন ক্যাম্পের ভয়েই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে। তদন্তে মালদহ জেলা পুলিশ।

 

Related articles

শহরাঞ্চলেও আবাস যোজনায় গতি, দেড় লক্ষ নতুন বাড়ির প্রক্রিয়া শুরু 

রাজ্যের শহরাঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করতে উদ্যোগ আরও জোরদার করল সরকার। গ্রামাঞ্চলের...

কথায়-কাজে বিস্তর ফারাক, পরিকল্পনাহীন অনুষ্ঠানে ‘ফ্লপ’ শতদ্রু

কথা রাখলেন না শতদ্রু দত্ত( Satadru dutta), অনেক স্বপ্ন দেখিয়েছিলেন বাংলার ফুটবলপ্রেমীদের। পেলে-মারাদোনা-মার্টিনেজের পর কলকাতায় নিয়ে এলেন মেসিকেও।...

উত্তাল সল্টলেক, শ্রীভূমিতে মেসি-মূর্তি উন্মোচনের সুষ্ঠু আয়োজন সুজিতের

শনির কলকাতায় দুই বিপরীত দৃশ্যের সাক্ষী থাকলেন মেসি অনুরাগীরা। একদিকে যখন বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতিতে বেসরকারী আয়োজক সংস্থার অপদার্থতায়...

“জয় শ্রীরাম” ধ্বনি, গেরুয়া পতাকা: যুবভারতীয় বিশৃঙ্খলার পিছনে কারা? উঠছে প্রশ্ন

জয়িতা মৌলিক ভারতের ফুটবলের মক্কায় এসেছিলেন বিশ্ব ফুটবলের (Football) রাজপুত্র। তাঁকে দেখতে ফুটবল প্রেমী বাঙালি উপচে পড়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে...
Exit mobile version