এক ফ্রেমে দুই তারকা। একজনের পায়ের প্যাঁচে বিপক্ষ নাস্তানাবুদ, অন্যজনের প্রেমের প্যাশনে ঘায়েল সব বয়সীরা। কিন্তু কলকাতা যখন ফুটবলের ঈশ্বরের পদধ্বনিতে মাতোয়ারা হয়ে তখন স্বয়ং রাজাও তাঁর সিংহাসন ছেড়ে আসতে বাধ্য হন, সঙ্গে থাকে কিং পুত্র। মেসি ম্যানিয়ায় ঠিক এভাবেই সামিল শাহরুখ খান (Shahrukh Khan)। ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার মাঝরাতে অবশেষে শহর কলকাতায় পা রাখেন লিওনেল মেসি (Lionel Messi)। ভোররাতে ছেলে আব্রামকে নিয়ে মায়নগরীতে উড়ে এলেন বলিউড বাদশা। আর তারপর মিডিয়ার ক্যামেরায় চিরস্মরণীয় ফ্রেম , মেসি – শাহরুখ – আব্রাম।
লিওনেল মেসির টানে মুম্বই থেকেই কলকাতায় শাহরুখপুত্র। সুপারস্টার বাবা জানেন ছেলের এলএম টেনের প্রতি টানের কথা। তাই ধৈর্য্য ধরে ছেলেকে নিয়ে অপেক্ষা করলেন মেসির সঙ্গে একটা মুহূর্ত পাওয়ার জন্য। আধুনিক ‘ফুটবলের রাজপুত্র’ তখন অন্য একটি বাচ্চাকে অটোগ্রাফ দিচ্ছেন। অপেক্ষা করলেন কিং সঙ্গে আব্রাম। অবশেষে এল পালা। বিশ্বকাপজয়ী কিংবদন্তি হেসে অভিবাদন জানালেন ভারতের রোম্যান্স-রাজাকে। খুশিতে ডগমগ আব্রাম (Abram Khan)। চলল ছবি তোলা আর অটোগ্রাফ। পাশে মাইক্রোফোন হাতে দেখা গেল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Bose)। সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে।
তবে মেসির অনুষ্ঠান ঘিরে এদিন চরম বিশৃঙ্খলা দেখা গেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। মাঠের মাঝে মেসিকে ঘিরে এত ভিড় যে গ্যালারি থেকে দেখাই যায়নি। সেই রাগে জল ভর্তি বোতল মাঠ লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়। ফলে, নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন ফুটবলের বরপুত্র।
–
–
–
–
–
–
–
–
