Tuesday, December 16, 2025

উত্তাল সল্টলেক, শ্রীভূমিতে মেসি-মূর্তি উন্মোচনের সুষ্ঠু আয়োজন সুজিতের

Date:

শনির কলকাতায় দুই বিপরীত দৃশ্যের সাক্ষী থাকলেন মেসি অনুরাগীরা। একদিকে যখন বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতিতে বেসরকারী আয়োজক সংস্থার অপদার্থতায় যুবভারতী জুড়ে চরম বিশৃঙ্খলার ছবি দেখা গেল, তখন ঠিক তার কয়েক কিলোমিটার দূরে শ্রীভূমিতে ধরা পড়ল ৭০ ফুট উঁচু মেসির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে সুশৃঙ্খল ছবি। ‘ফুটবলের রাজপুত্র’কে এনেও শুধুমাত্র সঠিক ম্যানেজমেন্টের অভাবে মেসি ম্যাজিক দুঃস্বপ্নে পরিণত করলেন শতদ্রু দত্তরা (Shatadru Dutta)। অথচ রাজ্যের দমকলমন্ত্রীর অভিজ্ঞতা আর সঠিক পরিকল্পনার দক্ষতায় সপুত্র শাহরুখ খানের (Shahrukh Khan) উপস্থিতিতে লেক টাউনের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হল। যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে যে চূড়ান্ত অব্যবস্থা ও দর্শক-বিক্ষোভের সাক্ষী থাকল শহর, তার ঠিক উল্টো নজির পেশ করলেন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

মূর্তি উন্মোচনে সশরীরে এলএম টেনকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু বাকি তারকাদের উপস্থিতি ছিল ঝলমলে। যুবভারতীতে গোট ট্যুর ইন্ডিয়া-র (GOAT Tour India) মূল অনুষ্ঠান ভেস্তে যাওয়া, দর্শকদের ক্ষোভ, চেয়ার–বোতল ছোড়া, পুলিশি হস্তক্ষেপ সারাদিন ধরে খবরের শিরোনামে থাকলেও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে সময়ানুবর্তিতা আর ভিড় নিয়ন্ত্রণের ছবি ধরা পড়ল তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সুজিত বসু বারবার বলেছেন উৎসাহ থাকলেও কোনওরকমের ঝুঁকি নেওয়া যাবে না। এদিন সকালে সে কথার শ্রেষ্ঠ প্রতিফলন দেখা গেল। ভার্চুয়াল ভাবেই মূর্তির উন্মোচন করলেন মেসি। ছেলেকে নিয়ে হাজির বলিউড বাদশা। টলি তারকাদের উপস্থিতিও চোখে পড়ল। তবে সব অনুষ্ঠান ছিল একেবারে নির্ঝঞ্ঝাট। শাহরুখ খান এলেন, ছবি তুললেন, মেসির সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হলেন। কিন্তু কোথাও কোনও বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল না।

 

Related articles

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...
Exit mobile version