Saturday, December 13, 2025

মেসি ম্যানিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা: দুঃখপ্রকাশ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নজিরবিহীন বিশৃঙ্খলনা যুবভারতী ক্রীড়াঙ্গনে। আয়োজকদের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানে নিজে যোগ দিতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়ে লিওনেল মেসির (Lionel Messi) কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের কমিটি (enquiry committee) গঠন করে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

শনিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, সল্টলেক স্টেডিয়ামে যে বিশৃঙ্খলা তৈরি হল তাতে আমি বিচলিত ও বিস্মিত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্ত যাঁরা এক ঝলক তাঁদের প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসিকে দেখার জন্য যাচ্ছিলেন, তাঁদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিতে আমিও যাচ্ছিলাম।

এরপরই দুঃখপ্রকাশ করে তিনি জানান, লিওনেল মেসির কাছে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী, সেই সঙ্গে অগণিত ক্রীড়াপ্রেমী ও মেসির ভক্তদের কাছে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

আরও পড়ুন : উড়ে এলো বোতল – পালালেন সৌরভ, মাঠেই ঢুকলেন না শাহরুখ! শতদ্রু দত্তর নামে ক্ষোভ

এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য তদন্ত কমিটি (enquiry committee) গঠনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে আমি একটি তদন্ত কমিটি গঠন করছি। যে কমিটিতে সদস্য থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব। এই কমিটি গোটা ঘটনার (chaos) তদন্ত (enquiry) করবে, দায় নিশ্চিত করবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রতিবিধান তৈরি করবে।

spot_img

Related articles

মেসি বিশৃঙ্খলায় নিরাপত্তা বাড়ল কিং খানের, শহর ছাড়লেন শাহরুখ

মেসি ম্যানিয়ার আনন্দ নিমেষে বদলে গেল ক্ষোভে। আধুনিক ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখার আশা ছিল ফ্যানেদের, সঙ্গে থাকবেন...

কালিম্পংয়ে ৫০০ ফুট গভীর খাদে গাড়ি: মৃত ২, আগত ৮

জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ল যাত্রী বোঝাই একটি গাড়ি। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু...

আজ দুপুর থেকে টানা ৪দিন বন্ধ তারাতলা ফ্লাইওভার, বিকল্প জানাল পুলিশ

রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দুপুর সাড়ে তিনটে থেকে আগামী ৪ দিনের জন্য বন্ধ হতে চলেছে তারাতলা ফ্লাইওভার (Taratala...

মেসি জ্বরে কাবু কলকাতায় ফুটবলের ঈশ্বর দর্শন আব্রামের, আর্জেন্টিয়ান তারকার সঙ্গে হাসিমুখে SRK

এক ফ্রেমে দুই তারকা। একজনের পায়ের প্যাঁচে বিপক্ষ নাস্তানাবুদ, অন্যজনের প্রেমের প্যাশনে ঘায়েল সব বয়সীরা। কিন্তু কলকাতা যখন...