Monday, December 15, 2025

বিয়ের কথা দিয়ে মণ্ডপে এলেন না যুবক, বন্ধ মোবাইলও (Wedding fraud)! উত্তরপাড়া থানায় প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করলেন এক তরুণী। অভিযোগকারিণী মন্দিরবাজার থানা এলাকার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা স্বেতা ভট্টাচার্য।

তরুণীর অভিযোগ, গত পাঁচ বছর ধরে উত্তরপাড়ার এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। শনিবার তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী সমস্ত আয়োজনও সম্পন্ন হয়েছিল। তবে নির্ধারিত সময়ে পাত্র ছাদনাতলায় উপস্থিত হননি। পরে তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ফলে বিয়ে ভেস্তে যায়। রবিবার সকালে তরুণী তাঁর জ্যাঠামশাই শ্যামল ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে অভিযুক্ত যুবকের উত্তরপাড়ার বাড়িতে যান। কিন্তু দরজায় বারবার কড়া নাড়লেও কেউ সাড়া দেননি। এর পরই তাঁরা উত্তরপাড়া থানায় এসে অভিযোগ দায়ের করেন। তরুণীর আরও দাবি, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তাঁর কাছ থেকে সোনার গয়না ও নগদ টাকা নিয়েছেন। সম্পর্কের প্রমাণ হিসেবে তাঁদের একসঙ্গে তোলা ছবি ও সেলফিও পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি।

অভিযোগকারিণীর জ্যাঠামশাই শ্যামল ভট্টাচার্য বলেন, “নিজেকে একটি নামী সংস্থার অপারেশন ম্যানেজার বলে পরিচয় দিয়েছিল ওই যুবক। তাঁর কাকা-কাকিমারাও জানতেন যে ছেলেটি প্রতারক। আমাদের পরিবারের মেয়েটি প্রতারণার শিকার হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন এই ধরনের প্রতারণার শিকার না হয়, সে কারণেই থানায় অভিযোগ করা হয়েছে।” এ বিষয়ে উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই...

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)।...

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...
Exit mobile version