ভারত পাকিস্তান(India vs Paksitan) ম্যাচে করমর্দন বিতর্ক পিছু ছাড়ছে না অপারেশন সিন্দুর অধ্যায় থেকেই শুরু হয়েছিল এই বিতর্ক। যা বজায় থাকল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ম্যাচেও। রবিবার এই টুর্নামেন্টের মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান(India vs Paksitan) দল। এই ম্যাচেও দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলানেন না।
কূটনীতির প্রভাব বরাবারই পড়ে ক্রিকেট মাঠেও।কিন্তু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আইসিসি’র চেয়েছিল রাজনীতির রং না লাগুক। গোটা বিষয়টায় নজর ছিল আইসিসির। তবে শেষ পর্যন্ত ভারত-পাকিস্তানের অধিনায়করা টসের সময় হাত মেলায়নি।অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে টসের সময় করমর্দন করলেন না ভারতের অধিনায়ক আয়ুষ।যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নে পাক অধিনায়ক ইউসুফ। দুবাইয়ে বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ের ৪৫ মিনিট পর শুরু হয় খেলা। ব্যাট হাতে সাফল্য পেলেন না বৈভব সূর্যবংশী। ৬ বলে ৫ রান করে আউট হয় ১৪ বছর বয়সি ক্রিকেটার। মহম্মদ সায়ামের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট হন বৈভব।
বিগত কয়েক মাস ধরেই ভারত পাকিস্তান ম্যাচ হলেই করদর্মন নিয়ে চর্চা শুরু হচ্ছে।
–
–
–
–
–
