মুম্বইতে মেসি মায়াজাল। রবিবার সকালেই মুম্বইতে আসেন ফুটবলের রাজপুত্র। হায়দরাবাদের পর মুম্বই, রবিবার সন্ধ্যায় মেসি(Messi) ম্যাজিকে সাক্ষী থাকলো মায়া নগরী। নিজামের শহরের পর মুম্বইতে অনুষ্ঠান হল অত্যন্ত সুশৃঙ্খল ভাবে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকদের হৃদয় জিতে নিলেন ফুটবলের রাজপুত্র সেইসঙ্গে মুম্বইয়ের মানুষরা ভালোবাসা উপহার দিলেন মেসি(Messi)। মাঠ ছোট করে প্রথমে একটি প্রদর্শনী ম্যাচ হয়। যেখানে অংশ নিয়েছিলেন সুনীল ছেত্রী। এরপর মাঠে প্রবেশ করেন মেসি দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন। এক ফ্রেমে সুনীল ছেত্রী এবং মেসিকে দেখা গেল আন্তর্জাতিক গোলের তালিকায় মেসির পরই রয়েছেন সুনীল।
এরপরই শুরু মেসি(Messi) ম্যাজিক। বল পায়ে মাঠে নামলেন খুদে মহিলা ফুটবলারদের সঙ্গে অনেকক্ষণ ধরে ম্যাচ খেললেন। তার সঙ্গে ছিলেন ডি-পল এবং সুয়ারেজ। হায়দরাবাদে যেমন খুদে ফুটবলারদের ম্যাচ আয়োজন করেছিল তেমনই মুম্বইয়ে মহিলা ফুটবলকে প্রমোট করা হল মেসিকে সামনে রেখেই। ভাবনাতেই কলকাতার আয়োজকদের কয়েক গোল দিলেন মুম্বইয়ের আয়োজকরা।
এরপর শুরু মাঠ প্রদক্ষিণ। তিন তারকাকে খুব সামনে থেকে দেখতে পেলেন স্টেডিয়ামে আসা দর্শকরা। তাদের উদ্দেশ্যে বল পাঠালেন একের পর এক। মেসি এবং দর্শকদের এক যুগলবন্দির সাক্ষী থাকল ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের এই মাঠ।
অন্যদিকে এই মাঠের ভিআইপি বক্স ছিল একেবারে নক্ষত্র সমাবেশ বলিউড সেলিব্রেটি থেকে সচিন তেন্ডুলকর থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ , প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল উপস্থিত ছিলেন। এরপর সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেকে মঞ্চে এলেন, কিন্তু ছবি তোলার জন্য হ্যাংলামো নেই, মেসির ধারে কাছে এলেন না ছবি শিকারীরা।
মেসিকে সংবর্ধনা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এরপর সচিন তেন্ডুলকার তাঁর ভারতীয় ক্রিকেট দলের একটি ১০ নম্বর জার্সি মেসির হাতে তুলে দেন। দুই মহাতারকারী জার্সি নম্বর ১০ মঞ্চে। এলেন বলিউডের তারকারা টাইগার শ্রফ থেকে অজয় দেবগন মেসির সঙ্গে এক মঞ্চ ভাগ করে নিলেন। কিন্তু কোন রকম হুড়োহুড়ি হলো না গোটা বিষয়টি হল অত্যন্ত শৃঙ্খলা পরায়নভাবে। মহারাষ্ট্রের একটি সামাজিক প্রকল্পেরও উদ্বোধন করলেন। মেসি ফুটবল রাজপুত্রের চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছিল তিনি কতটা খুশি হয়েছেন এখানে এসে। হায়দরাবাদ-মুম্বই কিন্তু হতভাগ্য কলকাতা মহা তারকাকে সামনে পেয়েও তাঁর সঠিক দর্শন করতে পারল না।
–
–
–
–
